নির্বাচনটা কেমন হবে তা আমরা নিশ্চিতভাবে জানি না: জি এম কাদের
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১৭:৪৬
নির্বাচনটা কেমন হবে তা আমরা নিশ্চিতভাবে জানি না: জি এম কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, নির্বাচনটা কেমন হবে তা আমরা নিশ্চিতভাবে জানি না। পরিবেশ ঠিক করার কথা বলা হলেও অনেক জায়গায় তা হচ্ছে না।


তিনি বলেন, শেষ পর্যন্ত নির্বাচন কীভাবে হয়, ফলাফল কীভাবে ঘোষণা করা হয়, ফলাফল কীভাবে হয়, সেটা দেখে আমরা বুঝতে পারব বা বলতে পারব জাতীয় পার্টি কতটা আসন পাবে।


৩ জানুয়ারি, বুধবার দুপুরে রংপুর মহানগরীর কমিউনিটি মেডিক্যাল কলেজের ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীদের সাথে নির্বাচনি মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


জি এম কাদের বলেন, আমি এখান থেকে নির্বাচন করায় মানুষ খুব খুশি। আমি এখানকারই সন্তান। অনেকের সঙ্গে আমার আত্মীয়তা আছে। অনেকেই আমার বন্ধুদের নাতি-নাতনি, অনেকেই আমার বন্ধুদের আত্মীয়। সাধারণভাবেই এখানকার জনগণ লাঙল এবং জাতীয় পার্টিকে অন্তরে ধারণ করে।


এসময় জি এম কাদের হাসপাতালের সবার কাছে লাঙল প্রতীকে ভোট চান।


মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, দলটির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসীর, সংস্কৃতির সম্পাদক আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নির্বাহী সদস্য লোকমান হোসেন, জাহিদুল ইসলাম, হাসানুজ্জামান নাজিম প্রমুখ।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com