
ফেনী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন নাসিম বলেছেন, স্বাধীনতা বিরোধী, উন্নয়ন বিরোধী, দেশ বিরোধী ও শেখ হাসিনার বিরোধীরা নির্বাচন বানচালের চেষ্টা করছে, দেশে-বিদেশে নানামুখী ষড়যন্ত্র করছে, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব দিতে ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।
তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশের মত স্মার্ট ফেনী গড়ে তুলব ইনশাআল্লাহ। এজন্য ভোটাররা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।
২ জানুয়ারি, মঙ্গলবার ফুলগাজীতে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
আলাউদ্দিন নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। কেউ কাউকে বাধা দিবেনা।
এর আগে সকালে চিথলিয়া থেকে শুরু করে পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিভিন্ন গ্রামে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আলিম, সাধারণ সম্পাদক হারুন মজুমদার প্রমুখ।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]