‘অসহযোগ আন্দোলনের’ ডাক বিএনপি’র
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৩
‘অসহযোগ আন্দোলনের’ ডাক বিএনপি’র
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নির্বাচন বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে সারাদেশে ‘অসহযোগ আন্দোলনের’ ডাক দিয়েছে বিএনপি।


২০ ডিসেম্বর, বুধবার দুপুরে এক ভার্চুয়ালি প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে রিজভী বলেন, যে অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে তামাশা করতে যাচ্ছে- সেই সরকারকে সহযোগিতা করা কোন দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের জন্য উচিত হতে পারেনা বলেই আমরা আজ এই মুহুর্ত থেকে এই অবৈধ সরকারকে অসহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ৭ জানুয়ারি ডামি ভোটের খেলা বর্জন, ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরতি থাকা, সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখার আহবান জানান। ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিধায় জনগণকে ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলারও আহবান জানান তিনি।


পাশাখেলা রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্তগণ মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানান।


এরআগে দুপুর ১২ টার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক লাইভে এসে অসহযোগ আন্দোলন সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।


বিবার্তা/রুবেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com