শিরোনাম
এক বছরেও থানা কমিটি হয়নি জাপা মহানগর দক্ষিণের
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ২০:১৯
এক বছরেও থানা কমিটি হয়নি জাপা মহানগর দক্ষিণের
জাহিদ বিপ্লব
প্রিন্ট অ-অ+

গত বছর ২৯ ডিসেম্বর জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পর এ বছর মার্চ মাসে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়। অথচ জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের কোনো থানা কমিটি ঘোষণা করতে পারেনি দলটির নেতারা। থানা কমিটি ছাড়াই চলছে নগর কমিটির কার্যক্রম। আর এজন্য থানা নেতারা দায়ী করছেন মহানগর দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদককে।


নগর সম্মেলনকে কেন্দ্র করে গত বছরের শেষ দিকে ২৩টি থানার মধ্যে ২১টি থানার সম্মেলন করা হয়। দীর্ঘ সময় অতিবিাহিত হলেও থানা কমিটি ঘোষণা না করায় হতাশা ও ক্ষোভ ব্যক্ত করেছেন নগর জাপা নেতারা। নেতাদের অভিযোগ, থানা কমিটি না দেয়ায় আমরা ওয়ার্ড কমিটি করতে পারছি না। থানা কমিটিই ওয়ার্ড কমিটি অনুমোদন দিয়ে থাকে। যেখানে থানা কমিটিরই অস্তিত্ব নেই সেখানে ওয়ার্ড কমিটি গঠন অসম্ভব।


দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনকারী ২১টি থানার মধ্যে কলাবাগান, যাত্রাবাড়ি, নিউমার্কেট, ধানমন্ডি, হাজারীবাগ ও কামরাঙ্গিরচর থানার একক কমিটি নগর দফতরে জমা দেয়া হয়েছে। বাকি থানাগুলোতে একাধিক কমিটি জমা পড়েছে। নগর সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার নির্বাচনী আসন কদমতলি এবং কাজী ফিরোজ রশিদ এমপির গেন্ডারিয়া থানার সাতটি করে কমিটি জমা পড়েছে।


মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ও যাত্রাবাড়ি থানার প্রস্তাবিত সভাপতি ক্ষোভ প্রকাশ করে বিবার্তাকে বলেন, আমরা এত টাকা খরচ করে থানা সম্মেলন করলাম, অথচ বছর পার হতে চললেও কমিটি অনুমোদন দেয়া হচ্ছে না। আমরা থানা নেতাদের তোপের মুখে আছি। যার কারণে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ঝিমিয়ে পড়ছে।


কোতোয়ালি থানা জাপার প্রস্তাবিত সভাপতি আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন অতিবাহিত হলেও কমিটি না দেয়ায় আমরা হতাশ। এভাবে কমিটিবিহীনভাবে চলতে থাকলে মাঠ পর্যায়ের কর্মী ধরে রাখা কঠিন হয়ে পড়বে। কারণ, পদ বা রাজনৈতিক পরিচয়বিহীন হয়ে কেউ থাকতে চায় না।


কলাবাগান থানা জাপার প্রস্তাবিত সভাপতি অপু সিকদার বলেন, অনেক থানায় একাধিক কমিটি জমা পড়ায় হয়তো কমিটি দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। কিন্তু আমার থানায় তো মাত্র একটি কমিটিই জমা পড়েছে, তাহলে কেন এই বিলম্ব?


দলের প্রেসিডিয়াম সদস্য ও নগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি অভিযোগ অস্বীকার করে বিবার্তাকে বলেন, যোগ্য ও বিশ্বস্ত লোকের অপেক্ষার কারণে কমিটি দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা ইতোমধ্যে থানা কমিটি অনুমোদনের প্রক্রিয়া শুরু করেছি। আগামী এক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে থানা কমিটি অনুমোদন দেয়া হবে।


এ প্রসঙ্গে মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক বিবার্তাকে বলেন, যে কয়টি থানা কমিটি আমার কাছে এসেছে তা আমি নির্দিষ্ট সময়েই অনুমোদনের জন্য সুপারিশ করে নগর দফতরে রেখেছি। অনুমোদনের বিষয়টি সভাপতির ওপর নির্ভর করে। এর চেয়ে বেশি কিছু মন্তব্য করা আমার উচিত হবে না।


এ বিষয়ে দক্ষিণের দফতর সম্পাদক মাহবুবুর রহমান খসরু বিষয়টি স্বীকার করে বলেন, কমিটি দিতে বিলম্ব হওয়ায় নেতাদের মাঝে একটু ক্ষোভ থাকাই স্বাভাবিক। তবে অনেক থানায় একাধিক কমিটি জমা পড়ায় নগরের শীর্ষনেতাদের একটু সমস্যা হচ্ছে। তাছাড়া যেখানে একাধিক কমিটি পড়েছে সেখানে সবাইকে সমঝোতার মাধ্যমে একটি কমিটি জমা দেয়ার জন্য থানা কমিটিগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। হয়ত কোন থানা কমিটি এখানে সফল হয়েছে, আবার অনেকে ব্যর্থ হয়েছে।


নগরের সাংগঠনিক সম্পাদক সুজন দে বলেন, জাতীয় পার্টি একটি বড় দল। আর বড় দলে একই পদে একাধিক প্রতিদ্বন্দ্বী থাকা স্বাভাবিক। আওয়ামী লীগের নগর কমিটি দিতেও প্রায় দুবছর সময় লেগেছে। তবে থানা কমিটি অনুমোদনের বিষয় ইতোমধ্যে পজিটিভ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অচিরেই এর বাস্তবায়ন হবে।


বিবার্তা/বিপ্লব/কাফি//হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com