শিরোনাম
দুর্নীতি প্রমাণ করতে না পারলে আইনি ব্যবস্থা: কাদের
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১৯:১৮
দুর্নীতি প্রমাণ করতে না পারলে আইনি ব্যবস্থা: কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হচ্ছে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন যে দাবি করেছেন সেটা প্রমাণ করতে না পারলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


মঙ্গলবার শিল্পকলা একাডেমীতে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ এ আলোচনা সভার আয়োজন করে।


মন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের কাছে আপনারা অনেক নালিশ করেছেন। মোশাররফ সাহেব আপনি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হচ্ছে, বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোতে দুর্নীতি হচ্ছে। আমি বলব, আপনারা আসুন প্রকল্প ঘুরে দেখে যান। কোনো ধরনের গড়মিল খুঁজে পান কিনা। আর যদি না আসেন তাহলে এই সকল অপপ্রচারেরর জন্য আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আপনাদের বিচার করা হবে।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সোমবার সংবাদ সম্মেলনে বলেছিলেন, বাংলাদেশে বিশ্ব ব্যাংকের বিভিন্ন প্রজেক্ট আছে। যে বড় বড় প্রজেক্টে বড় বড় যে কাণ্ড-কারখানা এখানে হচ্ছে। আমরা আশা করি, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট এখানে এসেছেন, এগুলো খতিয়ে দেখবেন।


বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, এটাই তার মূল পুঁজি। চীনের রাষ্ট্রপতির কাছে অভিযোগ করেছেন যে বাংলাদেশে গণতন্ত্র নেই, নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসেনি। চীনা প্রেসিডেন্টের জবাব, আমরা শান্তি চাই। চীনা প্রেসিডেন্টের এই উত্তরে হয়তো খালেদা জিয়ার অভিযোগ-মায়া কান্না ব্যর্থ হয়েছে।


শেখ রাসেল সম্পর্কে তিনি বলেন, কী নিষ্ঠুর এই হত্যাকাণ্ড! শিশু থেকে অবলা নারীর চিৎকারে সেদিন পৃথিবী কেঁপে উঠেছিল কিন্তু এই নরপশুদের বিবেককে নাড়া দেয়নি। আজ শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো আরেক বিস্ময়কর প্রতিভাকে পেতাম। কিন্তু ঘাতকরা আমাদের সেই প্রত্যাশা থেকে বঞ্চিত করেছে।


শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আর সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের রূপকার বলেও মন্তব্য করেন তিনি।



সভাপতির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, সম্মেলনে পদ নিয়ে যারা মরণপণ চেষ্টা করছেন তাদের বলি দলে যারা এমপি, মন্ত্রী হবেন তারা দয়া করে দলে পদ নিবেন না। দলের নেতাকর্মীদের কাজ হলো দেশের প্রতি দায়বদ্ধ থেকে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকা। জনগণের দাবি-দাওয়া এমপি-মন্ত্রীদের সামনে তুলে ধরা।


তিনি আরও বলেন, শহীদ শেখ রাসেল। জন্ম ১৮ অক্টোবর ১৯৬৪। মৃত্যু ১৫ আগস্ট ১৯৭৫। পৃথিবীতে তার আয়ুষ্কাল মাত্র ১০ বছর ১০ মাস। কৈশোরে এক অফুরন্ত সম্ভবনার দুয়ারে পা দিতেই যার জীবন কেড়ে নিল ঘাতকের বুলেট। যে ঘাতকরা সেদিন হত্যা করেছিল জাতির পিতাকে, বাঙালির স্বাধীনতা, বাঙালির স্বপ্নকে। বাঙালি জাতির শেকড় উপড়ে ফেলার জন্য সেদিন শেখ রাসেলও বাঁচতে পারেনি। অথচ যুদ্ধেরও একটা রীতি আছে। শিশু, গর্ভবতী নারীরা আন্তর্জাতিকভাবে যুদ্ধের আক্রমণের নিশানার বাইরে থাকে। কিন্তু ৭১ এর পরাজিত শক্তি, জিয়া-মোশতাক খুনিচক্র সেদিন মানবতার শেষ চিহ্নও মুছে ফেলেছিল।


এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহা. বদিউল আলম, আসাদুল হক আসাদ, ফারুক হোসেন তুহিন, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, আনোয়ার হোসেন, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, জহির উদ্দিন খসরু, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।


বিবার্তা/মনোজ/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com