শিরোনাম
শি জিনপিং-রওশন বৈঠক না হওয়ায় ক্ষুব্ধ এরশাদ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১৮:২২
শি জিনপিং-রওশন বৈঠক না হওয়ায় ক্ষুব্ধ এরশাদ
রংপুর ব্যুরো
প্রিন্ট অ-অ+

সম্প্রতি বাংলাদেশ সফরে আসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বৈঠক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।


তিনি বলেছেন, আমরা যখন রাষ্ট্রক্ষমতায় ছিলাম, তখন চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল। সে সময় চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এসেছিলেন। কিন্তু সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সফরে এসে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক না হওয়ায় আমরা ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছি। আমার দলের নেতাকর্মীরাও ক্ষুব্ধ।


মঙ্গলবার দুপুরে রংপুরে তিন দিনের সফরে এসে তার বাসভবন পল্লীনিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এরশাদ।


তিনি আরো বলেন, বিদেশি রাষ্ট্র ও সরকারপ্রধান সফরে এলে তিনি কার কার সঙ্গে কথা বলবেন, সে সিডিউল তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। কী কারণে বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাতের সিডিউল করা হয়নি, সে বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। বিষয়টি জানতে পারলে তা গণমাধ্যমকে জানানো হবে।


বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) মেরুদণ্ডহীন উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, নতুন যে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে, সেটি যেন বর্তমান কমিশনের মতো মেরুদণ্ডহীন না হয়।


এ সময় জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন, সদস্যসচিব হোসেন মকবুল শাহরিয়ার, মহানগর আহ্বায়ক মোস্তাফিজার রহমান উপস্থিত ছিলেন।


বিবার্তা/আমিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com