শিরোনাম
জাতীয় কমিটির মিছিলে পুলিশি হামলার প্রতিবাদ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১৬:৪৪
জাতীয় কমিটির মিছিলে পুলিশি হামলার প্রতিবাদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সুন্দরবন রক্ষায় ভারতীয় হাইকমিশন অভিমুখে জাতীয় কমিটির শান্তিপূর্ণ মিছিলে পুলিশের ব্যাপক টিয়ার গ্যাস, জলকামান নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, শান্তিপূর্ণ মিছিলে আন্দোলনকারীদের উপর এই ব্যাপক পুলিশি হামলা সরকারের চরম স্বৈরতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ।


মঙ্গলবার গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, প্রত্যক্ষদর্শীরা লক্ষ্য করেছেন যে, পরিকল্পিতভাবেই হামলা চালানো হয়েছে। পুলিশি এই হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ফাইজুর রহমান মুনির, ইমরান হোসেন, মুনির আহম্মেদসহ জাতীয় কমিটির ৪০ জনেরও বেশী সংগঠক ও কর্মীরা আহত হয়েছেন।


বিবৃতিতে তিনি বলেন, সুন্দরবন রক্ষায় শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও দমন নির্যাতন চালিয়ে সরকার তার গণবিরোধী চরিত্রকেই কেবল উন্মোচন করছেন, সুন্দরবন রক্ষার আন্দোলনকারীদের যুক্তির সাথে টিকতে না পেরে সরকার এখন শক্তি প্রয়োগ করে আন্দোলনকে নস্যাৎ করার কৌশল অবলম্বন করছে।


বিবৃতিতে তিনি দম্ভ ও অহমিকা পরিহার করে সুন্দরবন রক্ষায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যাবতীয় কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন।


বিবার্তা/বিপ্লব/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com