শিরোনাম
আওয়ামী লীগের সম্মেলন
৩ বেলা খাবার পাবেন ৫০ হাজার লোক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ০২:২৮
৩ বেলা খাবার পাবেন ৫০ হাজার লোক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের ২০তম সম্মেলনে বিদেশি অতিথি, রাজনৈতিক কর্মী ও অন্যান্য অতিথিসহ ৫০ হাজার লোকের ৩ বেলা খাবারের ব্যবস্থা থাকবে।


সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্মেলন উপলক্ষে গঠিত খাদ্য উপ-কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ তথ্য জানান।


তিনি বলেন, এই আয়োজনে কারো জন্য পৃথক কোনো খাবারের ব্যবস্থা থাকবে না। বিদেশিদের জন্যও বাড়তি কোনো খাদ্য সরবরাহ করা হবে না। সম্মেলনের উদ্বোধনী দিন ২২ অক্টোবর দুপুর ও রাত এবং সম্মেলনের সমাপনী দিন ২৩ অক্টোবর দুপুরসহ মোট তিনবেলা খাওয়ার ব্যবস্থা থাকবে।


মায়া জানান, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ বিভাগের দুটি বুথ থাকবে এবং প্রতিটি বিভাগের জন্য আলাদা আলাদা খাদ্য সরবরাহ থাকবে। বিদেশি প্রতিনিধি ও অন্যান্য অতিথিসহ সম্মেলনে মোট ১৫টি বুথ থাকবে। প্রতিটি বুথে ২০ জন ফোর্স, ১০০ জন স্বেচ্ছাসেবক ও দুজন করে কেন্দ্রীয় নেতা থাকবেন।


তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ সম্মেলনে খাদ্য সরবরাহ নিয়ে কোনো বিশৃঙ্খলা, সংকট ও অসঙ্গতি যেন না থাকে। আমরা সেভাবেই কাজ করছি।


মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, সম্মেলনের শেষ প্রস্তুতি সভা হবে ২০ অক্টোবর। সময় পরিস্থিতির কথা বিবেচনা করে যদি আমাদের পরিকল্পনা পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে তাই করবো।


সভায় খাদ্য উপ-কমিটির সদস্য কামরুল ইসলাম, শাহে আলম মুরাদসহ উপ-কমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।



বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com