শিরোনাম
আ.লীগের সম্মেলন: নতুনরূপে সেজেছে ঢাকা
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ১২:২৪
আ.লীগের সম্মেলন: নতুনরূপে সেজেছে ঢাকা
তৌফিক ওরিন
প্রিন্ট অ-অ+

উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার নিয়ে আওয়ামী লীগের আসন্ন ২০তম জাতীয় সম্মেলন সফল করতে রাজধানীর উদ্যানে চলছে শেষ প্রস্তুতির কাজ। রাজধানীর প্রবেশদ্বারসহ বিভিন্ন পয়েন্টে ঝলকানো আলোকসজ্জাই জানান দিচ্ছেসম্মেলনের প্রস্তুতি শেষের আভাস।


এদিকে দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে সম্মেলন স্থল সোহরাওয়ার্দী উদ্যান, ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়, বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়, রাজধানীর প্রবেশদ্বারগুলো, এয়ারপোর্ট থেকে সম্মেলনস্থলসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট। একই সাথে সম্মেলনের জন্য বিভিন্ন সিটি কর্পোরেশন এলাকা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও সাজসজ্জার ব্যবস্থা করা হচ্ছে।



এছাড়া সম্মেলন উপলক্ষে আজ সোমবার থেকে রাজধানীর ধানমণ্ডি ৩২সহ বিভিন্ন স্থানের প্রজেক্টরের মাধ্যমে প্রচারিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও কর্মের উপর বিশেষ প্রামাণ্য চিত্র।


প্রতিদিন সময়ভাগ করে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা বসছেন সোহরাওয়ার্দী উদ্যানের স্থাপিত অস্থায়ী ক্যাম্পে। সব মিলিয়ে দিন রাত সব সময়ই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা মিলিত হচ্ছে।


এদিকে সম্মেলনের মঞ্চ তৈরি করা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার মত করে। ১৫০ ফুট লম্বা ও ৮৪ ফুট চওড়া এ মঞ্চটি হবে পাঁচ স্তরবিশিষ্ট। এছাড়া মঞ্চের সামনে কাউন্সিলর ও ডেলিগেটদের জন্য তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল।


মঞ্চ ও সাজসজ্জা উপ-পরিষদের আহবায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বিবার্তাকে জানান, আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে দেশব্যাপী এক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর ফলে জাতীয় জাগরণের সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ জনগণের দল। তাই আমাদের আর একটি লক্ষ হচ্ছে মঞ্চের সাথে তৃণমূলের একটি সম্পর্ক স্থাপন করা।



এদিকে সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশেপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। বসানো হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণের চলাচলের নজরে আনা হয়েছে। রাত ৯:৩০ এর পর সম্মেলন স্থলে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।


সম্মেলনে প্রবেশের জন্য উদ্যানের ৬টি গেট খোলা থাকবে। তবে শিশু পার্কের পাশের গেটটি ভিআইপিদের জন্য সংরক্ষিত থাকবে। তৃণমূলের কর্মীদের সম্মেলন স্থলে আসতে কোন অসুবিধা না হয় সে জন্য রাজধানীর প্রবেশদ্বারগুলোতে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক কাজ করবে।


শৃঙ্খলা উপকমিটির আহবায়ক ড. আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বিবার্তাকে জানান, সম্মেলনের শৃঙ্খলা বজায় রাখার জন্য দুই হাজারের মত স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষন দেয়া হচ্ছে। আগত অতিথিদের যাতে কোনো অসুবিধা না হয় সে জন্য প্রস্তুতি গ্রহন করা হবে।


আওয়ামী লীগের গঠনতন্ত্রের ছয় ধারার ‘খ’ উপ-ধারায় ২৫ হাজার জনসংখ্যার জন্য একজন কাউন্সিলর থাকার কথা বলা হয়েছে। সে হিসাবে আওয়ামী লীগের ৭০টি সাংগঠনিক জেলা থেকে ছয় হাজার ৫৭০ জন কাউন্সিলর সম্মেলনে যোগ দেবেন বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।



১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ ঘটে আওয়ামী লীগের, যে দলের নেতৃত্বে প্রায় দুই যুগ পর স্বাধীন হয় বাংলাদেশ।


বিবার্তা/ওরিন/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com