শিরোনাম
চীনা প্রেসিডেন্টের সাক্ষাত না পাওয়ায় জাপায় তোলপাড়
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৮:১৬
চীনা প্রেসিডেন্টের সাক্ষাত না পাওয়ায় জাপায় তোলপাড়
জাহিদ বিপ্লব
প্রিন্ট অ-অ+

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাত না পাওয়ায় জাপার ভেতরে-বাইরে চলছে তোলপাড়। পার্টির তৃণমূল নেতাকর্মীদের পাশাপাশি শীর্ষ নেতারাও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রশ্ন দেখা দিয়েছে, দেশের বিরোধীদল কে? বিএনপি যদি প্রধান বিরোধী দল হয় তাহলে জাতীয় পার্টির পরিচয় কী?


শি জিনপিং বাংলাদেশ সফরে এসে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। কিন্তু বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ কিংবা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ- কারও সঙ্গেই দেখা হয়নি তার।


নিয়ম অনুযায়ী কোনো বিদেশী অতিথি দেশে রাষ্ট্রীয় সফরে এলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বিরোধীদলের নেত্রীর সাথে তার সাক্ষাত হবে। কিন্তু সংসদের বিরোধী দল জাতীয় পার্টির ক্ষেত্রে তা কার্যকর হচ্ছে না।


গত বছরের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের আগে জানা যায়, সফরকালে মোদী বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। কিন্তু পরে দেখা গেল ভিন্ন চিত্র। বৈঠক করা তো দূরের কথা, মোদী সাক্ষাৎ করতেও আগ্রহ দেখাননি। পরবর্তী সময় জাপার কো-চেয়ারম্যান রওশন এরশাদের অনুরোধে নামেমাত্র সাক্ষাত করেন মোদী।


মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সফরকালেও সাক্ষাত পায়নি এ দলটি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি চীনের রাষ্ট্রপ্রধানের আগমনকে ঘিরেও জাপার প্রত্যাশা ছিল তারা চীনের প্রেসিডেন্টের সঙ্গে বিরোধী দল হিসেবে বৈঠক করার সুযোগ পাবে। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। এতে দলটির শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা দারুনভাবে হতাশ।


গত শুক্রবার রাতে চীনের প্রেসিডেন্টের সম্মানে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ নৈশভোজের আয়োজন করেন। ওই ভোজে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও রওশন এরশাদসহ সাংসদরাও আমন্ত্রণ পান। কিন্তু জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হয়েও চীনের রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করতে না পারার মনোকষ্টে অসুস্থতার ভান করে ওই ভোজেও অংশ নেননি রওশন এরশাদ।


অথচ চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসার প্রাক-প্রস্তুতি হিসেবে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং কিছুদিন আগে হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে তার বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে বৈঠক করেন। পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের বিশেষ সহকারী জিয়াউদ্দিন আহমেদ বাবলু এ সময় উপস্থিত ছিলেন।


এবিষয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বিবার্তাকে বলেন, জাতীয় পার্টির গুরুত্ব বা সুনাম খর্ব হয়েছে। ভবিষ্যতে যাদের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে তাদেরকেই বিদেশীরা প্রধান্য দেয়, সে অনুযায়ী তারা সেইসব দলের সাথেই সুসম্পর্ক বজায় রাখে। জাতীয় পার্টিকে তারা গুরুত্ব দিচ্ছে না। বিদেশীরা আমাদের মূল্যায়ন করছে না, তা এখন পরিষ্কার।


তিনি বলেন, তাছাড়া জাতীয় পার্টি যে বক্তব্য দিচ্ছে, তা জনগণ গ্রহণ করছে না। আমরা আমাদের রাজনীতি স্বচ্ছ করতে পারছি না। সঠিক রাজনীতি দিতে পারছি না। যার কারণে আমরা জনগণের আস্থা অর্জন করতে পারছি না।


এ প্রসঙ্গে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেন, এ ঘটনায় আমরা আহত হয়েছি। অবাক হয়েছি। খোঁজখবর নিচ্ছি, কেন এমন হল। বিষয়টি আমরাও খতিয়ে দেখছি। তিনি বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীদের মনেও এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।


কাজী ফিরোজ রশিদ এমপি বিবার্তাকে বলেন, এটা দুর্ভাগ্যজনক। আমরা বরাবরই কূটনৈতিক সংস্কৃতির বাইরে থেকে যাচ্ছি। এটা ভালো লক্ষণ নয়। দলের নেতাকর্মীরা দারুণভাবে হতাশ। দেশবাসীর কাছেও আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমাদের অবশ্যই ভেবে দেখার বিষয় এর পেছনে কোথায় দুর্বলতা? এটা কি কূটনৈতিক দুর্বলতা, নাকি রাজনৈতিক ব্যর্থতা? এটা আমাদের খুঁজে বের করতে হবে।


বিবার্তা/বিপ্লব/কাফী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com