শিরোনাম
‘আলোকিত যুবশক্তি গড়ে তুলতে কাজ করছে যুবলীগ’
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১৮:৩৯
‘আলোকিত যুবশক্তি গড়ে তুলতে কাজ করছে যুবলীগ’
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, যুবলীগের বর্তমান নেতৃত্ব মেধা ও মননের রাজনীতি চর্চার মাধ্যমে দক্ষ ও আলোকিত যুবশক্তি তৈরি করতে প্রধান ভূমিকা পালন করছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে দক্ষ ও আলোকিত যুবসমাজের কোনো বিকল্প নেই।


শনিবার দুপুরে জেলার বগুড়া জিলা স্কুল মাঠে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ওমর ফারুক চৌধুরী বলেন, রাজনীতি হলো সমঝোতার কৌশল, রাজনীতি কোনো দলাদলি বা হানাহানির বিষয় নয়। বঙ্গবন্ধুর আদর্শে গড়া যুবলীগ জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী। এটি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন। এই দর্শনকে সামনে রেখে যুবকদের মেধার লালন-ধারণ ও বিকাশই যুবলীগের মুখ্য উদ্দেশ্য।


তিনি মেধাভিত্তিক যুক্তিবাদী ও মূল্যবোধ সম্পন্ন যুব সমাজ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।


জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম মোহনের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এমপি এবং যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, সংসদ সদস্য হাবিবর রহমান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহিদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, আনোয়ারুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় প্রমুখ।


বিবার্তা/আমিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com