
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা যেদিন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন সেদিন থেকেই তার বিরুদ্ধে দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদূর প্রসারি নেতৃত্বে দেশের অগ্রগতি যারা মেনে নিতে পারেনি, যুদ্ধাপরাধীদের বিচার যাদের অন্তরে ঘা লেগেছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি সমাবেশের নামে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় দেশকে আবারো অস্হিতিশীল করার গভীর ষড়যন্ত্রে নেমেছে।
শনিবার (৩ ডিসেম্বর) রাজধানীর ইন্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের সেমিনার হলে বাংলাদেশের গনতন্ত্রী পার্টির জাতীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিএনপি-জামায়াতের দেশবিরোধী অপতৎপরতা মোকাবলায় মুক্তিযুদ্ধের চেতনার ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান আমির হোসেন আমু।
তিনি বলেন, বামপন্থী রাজনীতি যত শক্তিশালী হবে গনতান্ত্রিক প্রগতিশীল রাজনীতি তত বেশী গতিশীল হবে।
আমির হোসেন আমু বলেন, আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে জাতীয় রাজনীতিতে বিএনপি নয় আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে বিরোধী দলটি ও যেনো মুক্তিযুদ্ধের চেতনার দল হয়।
গনতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলীর সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ থেকে রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে ১৪ দল।
বিবার্তা/সোহেল/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]