
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) বিকাল ২টা ৫০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন।
পরে পায়রা ও বেলুন উড়িয়ে মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মহিলা আওয়ামী লীগ সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম উপস্থিত ছিলেন।
সম্মেলন উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে।
এরআগে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে সম্মেলন স্থলে জড়ো হন।
এদিকে, মহিলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে জোরদার করা হয় সোহরাওয়ার্দী উদ্যান এলাকরা নিরাপত্তা ব্যবস্থা। সতর্ক অবস্থান নিয়েছেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা।
সোহরাওয়ার্দী উদ্যানের দোয়েল চত্বর, রমনা কালি মন্দির গেইট ও টিএসসি গেইট দিয়ে প্রবেশ করছেন মহিলা লীগ নেতাকর্মীরা। নিরাপত্তার জন্য নেতাকর্মীদের তল্লাশি করে প্রবেশ করাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সর্বশেষ ২০১৭ সালের ৪ মার্চ সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো।
বিবার্তা/সোহেল/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]