শিরোনাম
চীনের ইঙ্গিত অর্থবহ: খন্দকার মোশাররফ
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১৬:৩৯
চীনের ইঙ্গিত অর্থবহ: খন্দকার মোশাররফ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি বর্তমান প্রেক্ষাপটে ভূ-রাজনীতি বিষয়ে যে ইঙ্গিত দিয়েছেন সেটা খুবই অর্থবহ।


শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলানায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা আয়োজিত ‘চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর ভূ আঞ্চলিক রাজনীতির নতুন বার্তা শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।


ড. মোশররফ বলেন, ‘এশিয়ান হাইওয়ের কথা আমাদের সরকার থাকাকালে প্রস্তাব ছিল। আমরা কাজে অগ্রসরও হয়েছিলাম। আমরা পুরো রাস্তা করবো বলে ঘোষণা দিয়েছিলাম। কিন্তু আমরা ক্ষমতা থেকে চলে আসার কারণে সেটা বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, আশা করি চীন এইভাবে ভুমিকা রাখবে। বাংলাদেশের সাথে এই কানেক্টিভিটির জন্য এ প্রস্তাব বাস্তবায়ন করবেন।’


তিনি বলেন, ‘আরেকটি রাস্তা আছে, আমাদের সরকারের প্রস্তাব ছিল একটি ডিপ সী পোর্ট করার জন্য। চায়নাও এ ব্যাপারে সমর্থন দিয়েছিল। সেটা হলো সোনাদিয়া ডিপ সী পোর্ট। এটা হলে চায়নাও সুফল পাবে। এর মাধ্যম্যে উভয় দেশের জনগণের স্বার্থ রক্ষা হবে। আশা করি এটা বাস্তবায়ন করে দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে চীন।’


চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই সফর গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ উল্লেখ করে মোশাররফ বলেন, চীন প্রেসিডেন্ট এই বার্তা দিয়ে গেছেন বাংলাদেশের যে কোনো সংকটে তারা জনগণের পাশে আছে।


এ সময় তিনি বলেন, ‘আমরা সম্প্রসারণবাদ আধিপ্যবাদের শিকার। ৫৪টি নদীর পানি ন্যায্য হিস্যা পাচ্ছি না। এটা চেয়ে নেয়ার কথা নয়। অথচ চায়নার নীতি সব সময় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারা সব সময় শান্তির পক্ষে অবস্থান নেয়।’


জাগপা সভাপতি শফিউল আলম প্রধান চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে জাগপার পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করে বলেন, ভূ-রাজনীতিতে চীনের ভূমিকা দীর্ঘদিনের। তবে চীনা প্রেসিডেন্ট হিন্দুস্থানের দালাল সরকারের মত নয়। আশা করি ভবিষ্যতেও চীন বাংলাদেশের জনগণের পাশে থাকবে।


জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার সহ সভাপতি খন্দকার আবিদুর রহমান, আবু মোজাফফর মোঃ আনাস, মাস্টার এম.এ মান্নান, আমির হোসেন মন্ডল, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, রাকিবউদ্দিন চৌধুরী মুন্না, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন, যুব জাগপার সভাপতি ফাইজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন, জাগপা ছাত্রলীগ সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল, নগর যুব সভাপতি খোরশেদ আলম সুমন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com