শিরোনাম
‘চীন সব সময় বাংলাদেশের পাশে আছে’
প্রকাশ : ১৫ অক্টোবর ২০১৬, ১৫:০১
‘চীন সব সময় বাংলাদেশের পাশে আছে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বের গুণে বাংলাদেশকে যে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তার স্বীকৃতি স্বরূপ চীনের রাষ্ট্রপতি বাংলাদেশে এসে প্রমান দিয়ে গেলেন যে চীন সব সময় বাংলাদেশের পাশে আছে।


শনিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্য মঞ্চে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানহর দক্ষিণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


হানিফ বলেন, কিছু দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি এসেও বার্তা দিয়ে গেছেন যে তারাও উন্নয়নে জন্য শেখ হাসিনার পাশে আছে।


তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। এ জন্য তাকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। এই পথ তার জন্য মোটেও মসৃণ ছিল না। এখন মানুষ শেখ হাসিনার নেতৃত্বে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে।


বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমালোচনা করে হানিফ বলেন, দেশবাসি যখন এ দেশের উন্নয়নের অংশীদার হিসেবে চীনের রাষ্ট্রপতিকে বরণ করেছে, সেই সময় খালেদা জিয়া চীনের রাষ্ট্রপতির কাছে নালিশ করেছেন বাংলাদেশে নাকি গণতন্ত্র নাই।


তিনি আরও বলেন, আমরা বার বার বলেছি বেগম খালেদা জিয়া বিদেশীদের কাছে মিথ্যাচার করে, ধন্যা ধরে কোনো লাভ নেই। দেশের জনগণের কাছে যান, তাদের আস্থা অর্জন করুন। আপনি গণতন্ত্র মানে কি বোঝাতে চান? পেট্রোল বোম দিয়ে মানুষ হত্যা করবেন এটা কি গণতান্ত্রিক অধিকার হতে পারে? সন্ত্রাসী কর্মকাণ্ড করে গাড়ি পোড়ানো এটা কি গণতান্ত্রিক অধিকার হতে পারে?


আওয়ামী লীগের এ নেতা বলেন, এই ধরনের গণতন্ত্র বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আপনার তথাকথিত গণতন্ত্রের নামে ধ্বংসযজ্ঞ বাংলাদেশের মানুষ কখনো বরদাস করবে না। বিদেশী প্রভুদের কাছে নালিশ করার বাতিক আপনার আছে। নালিশ করে ফল কখনো ভালো হয় নি আর কখনো হবে না।


তিনি বলেন, এই দেশে সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণ যতদিন শেখ হাসিনার পাশে থাকবে, উন্নয়নের ধারা অব্যহত রাখতে চাইবে ততদিন শেখ হসিনা ক্ষমতায় থাকবে। কোন অশুভ শক্তি তাকে ক্ষমতাচ্যুত করতে পারবে না।


আয়োজক সংগঠনের সভাপতি সামসুল আলম বকুলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, শ্রম সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
বিবার্তা/ওরিন/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com