শিরোনাম
সরকার উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করছে: দুদু
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ১৮:২৬
সরকার উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করছে: দুদু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকার উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আগামী দিনে নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে এইসব প্রকল্প পুনঃবিবেচনা করা হবে বলেও তিনি মন্তব্য করেন।


শুক্রবার জাতীয় প্রেসক্লাব হলরুমে ঢাকাস্থ মোড়েলগঞ্জ-শরণখোলা জাতীয়তাবাদী ছাত্র ও যুব পরিষদ আয়োজিত রামপাল কয়লা তাপবিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে এক আলোচনা সভায় শামসুজ্জামান দুদু এ কথা বলেন।


তিনি আরো বলেন, সুন্দরবনে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে যা যা করা দরকার তাই করবে বিএনপি। বিদ্যুৎ আমাদের দেশে প্রয়োজন যা কখনও আমরা অস্বীকার করি না। আমাদের নেত্রীও বলেছেন এই প্রকল্প করতে হলে সুন্দরবন থেকে সরিয়ে অন্যত্র করুন।


তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর তীব্র সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ইনু জাসদের ৪ খণ্ডের একভাগের সভাপতি। এবার কাউন্সিলে সেটিও আবার দুইভাগে বিভক্ত হয়েছে। সে আবার খালেদা সম্পর্কে বড় বড় কথা বলে। আমি তাকে বলবো বদমাইশি বন্ধ করুন। আপনার সমাবেশের দিনও যদি বিএনপির কর্মীরা শুধু হেটে যায় তাহলে আপনার কর্মীরা পায়ের নিচে পড়ে কেউ জীবিত ফিরে যেতে পারবে না।


সরকারের আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিবাদ বিষয়টিকে হাস্যকর বিষয়ে পরিণত করেছে উল্লেখ করে দুদু বলেন, বিএনপি জঙ্গিবাদকে ঘৃণা করে। কিন্তু বিচার ছাড়া মানুষ হত্যা সমর্থন করে না। বিচারের আগে মানুষ হত্যা মানবতার পরিপন্থি।


আয়োজক সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমান বিল্লালের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা কাজী মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা কে এম রকিবুল ইসলাম রিপন, শরিফুল ইসলাম, এনডিপির যুগ্ম-মহাসচিব শামসুল ইসলাম প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com