শিরোনাম
বিবিসি র‌্যাঙ্কিং: সেরা ৭ বক্তার তালিকায় টিউলিপ
প্রকাশ : ২২ মে ২০১৬, ১৪:৫৪
বিবিসি র‌্যাঙ্কিং: সেরা ৭ বক্তার তালিকায় টিউলিপ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

গোটা বিশ্বে সর্বকালের সেরা বাগ্মীদের অন্যতম একজন ছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই নাতনি টিউলিপ সিদ্দিক এবার স্থান পেলেন ব্রিটিশ পার্লামেন্টে সেরা বক্তাদের তালিকায়। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে, ব্রিটিশ পার্লামেন্টে হ্যামস্টেড ও কিলবার্নের নির্বাচিত সদস্য টিউলিপ সিদ্দিক। এরই মধ্যে ব্রিটেনের রাজনীতিতে তিনি অত্যন্ত জনপ্রিয় নতুন মুখ। বিবিসির র্যাং কিংয়ে ওই তালিকায় টিউলিপের অবস্থান সপ্তম। ইউরোপীয় ইউনিয়ন রেফারেন্ডাম বিলের ওপর বিতর্ক চলাকালে টিউলিপ সিদ্দিক যে বক্তৃতা করেছিলেন সেটিই স্থান পেয়েছে এই শ্রেষ্ঠত্বের তালিকায়। ওই বক্তৃতায় টিউলিপ গুরুত্ব দিয়েছিলেন ব্রিটেনে শরণার্থী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের নিরাপদ জীবনের ওপর। তাতে নিজের মা শেখ রেহানার কথাই বলেছিলেন টিউলিপ। বাংলাদেশে জাতির জনককে সপরিবারে হত্যা করার পর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কিভাবে তার মাকে ব্রিটেনে আশ্রয় খুঁজতে হয়েছিল সে কথাই উঠে আসে টিউলিপের বক্তৃতায়। বক্তব্যে তার দৃঢ়তা, বিষয়ের গভীরে গিয়ে উপস্থাপনা ছিল প্রণিধানযোগ্য। এটি ছিল হাউজ অব কমন্সে টিউলিপের দেওয়া প্রথম বক্তৃতা। সেই অধিবেশনে হাউজে মোট ১৭৬ জন তাদের প্রথম ভাষণ দেন। তার মধ্য থেকে সেরা সাতটি ভাষণ নির্বাচন করে বিবিসি। যার মধ্যে একটি ভাষণ ছিল টিউলিপের। সেরাদের মধ্যে অন্যরা হচ্ছেন এমহেইরি ব্ল্যাক, হেইডি অ্যালেন, জনি মার্সার, অ্যাঙ্গেলা রেনার, নুসরাত গনি ও মার্টিন ডোকার্টি। বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com