শিরোনাম
সকলকে শৃঙ্খলা রক্ষা করতে হবে: কাদের
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ১৫:৩৪
সকলকে শৃঙ্খলা রক্ষা করতে হবে: কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী ২২ ও ২৩ অক্টোবর অনেুষ্ঠেয় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে শৃঙ্খলা রক্ষার জন্য দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি দফতর উপ-কমিটির আহ্ববায়ক ওবায়দুল কাদের।


শুক্রবার রাজধানীর সোহরাওয়র্দী উদ্যানে সম্মেলন স্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সম্মেলনের সব উপ-কমিটি, দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সকলকে ডিসিপ্লিন রক্ষা করতে হবে। তাই প্রত্যেককে দায়িত্বশীল নেতাকর্মী হিসেবে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।


সম্মেলনের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, একটি অনন্য সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শুরুর সাত দিন বাকি থাকতেই মঞ্চ ও সাজ-সজ্জা প্রস্তুত। সম্মেলনে সর্বমোট ২ হাজার স্বেচ্ছাসেবক সার্বিক শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবে। এর মধ্যে ২০০ নারী স্বেচ্ছাসেবকও থাকবেন।


নেতাকর্মীদের আত্মপ্রচার থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, সম্মেলন স্থলের বাইরে বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যের ছবি সম্বলিত ফেস্টুন ব্যানার ও পোস্টার থাকবে। তবে আত্মপ্রচারের জন্য কারো ছবি ব্যবহার করা যাবে না।


তিনি বলেন, এবারের সম্মেলনের অঙ্গীকার উন্নয়ন সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ।


এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য শুরু হতে যাচ্ছে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। সে অনুযায়ী প্রস্তুতি চলছে সোহরাওয়র্দী উদ্যানে।


বিবার্তা/ওরিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com