শিরোনাম
আ.লীগ সরকার সার্বভৌমত্ব বিরোধী কিছু করবে না
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৬, ১৫:১০
আ.লীগ সরকার সার্বভৌমত্ব বিরোধী কিছু করবে না
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক বলেছেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার কিছু করবে না।


শুক্রবার দুপুরে রাজধানীর ধানণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গঠনতন্ত্র উপকমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতা এনেছে। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার কিছুই করবে না।


তিনি বলেন, সম্মেলনের মাধ্যমে আমরা দলকে যুগোপযোগী, সময়োপযোগী ও আধুনিক করি। বাংলাদেশ আওয়ামী লীগ পরিচালিত হয় একটি সুনির্দিষ্ট কাঠামো বা গঠনতেন্ত্রের মাধ্যমে। এ কাঠামোটিও পরিবর্তনশীল।


তিনি আরো বলেন, আমাদের দলের কার্যনির্বাহী সংসদই সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি। এই কমিটির মাধ্যমেই সকল সিদ্ধান্ত চুড়ান্ত হয়ে থাকে। এই কমিটির পরিধি বাড়ানোর জন্য আমরা সুপারিশ করেছি।


আব্দুর রাজ্জাক বলেন, দেশের তৃণমূলে নির্বাচনের দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড নামক একটি বোর্ড গঠনের সুপারিশ করেছি। যার কাজ হবে সিটি কর্পোরেশন, উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দেয়া। এ বোর্ডের সদস্য সংখ্যা হবে ১৯ জন।


আওয়ামী লীগের কোনো কমিটিতে বঙ্গবন্ধু হত্যাকারীরা ও যুদ্ধাপরাধীরা কখনো পদ পাবে না সে বিষয়েও স্পষ্ট ঘোষণা আসবে বলে জানান আব্দুর রাজ্জাক।


এসময় আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দিপু মনি, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, অর্থ বিষয়ক সম্পাদক ফারুক খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।


বিবার্তা/ওরিন/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com