শিরোনাম
তৃণমূলই আ. লীগের মূল শক্তি : হাছান মাহমুদ
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৬, ১৯:০০
তৃণমূলই আ. লীগের মূল শক্তি : হাছান মাহমুদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দলের নেতারা নন, তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগের মূল চালিকা শক্তি। তারাই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।


বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউটে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রাম শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, অনেক সময় নেতারা বিচ্যুত হয়েছেন, বিপথে গেছেন। কিন্তু তৃণমূল বিচ্যুত হয়নি। তৃণমূলের কর্মীরা সবসময় পাশে থেকে শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন। কর্মীরা সব সময় আওয়ামী লীগের সাথে আছেন।


তিনি বলেন, ১/১১ পরবর্তীতে তত্বাবধায়ক সরকারের সময় এই আওয়ামী লীগের কর্মীদের আন্দোলনের কারণেই শেখ হাসিনা জেল থেকে মুক্তি পেয়েছেন। এই আওয়ামী লীগ কর্মীদের আন্দোলনের কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য নেতারাও জেল থেকে মুক্তি পেয়েছিলেন।


তিনি আরও বলেন, দেশের যা অর্জন, তার সব কিছুই আওয়ামী লীগের কারণে। এমনকি বাংলাদেশের যে সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা তাও এসেছে বঙ্গবন্ধুর হাত ধরে। দেশের যে খাদ্য ঘাটতি ছিল, তা থেকে দেশকে নিম্নমধ্যম আয়ের দেশ এবং খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে।


তিনি বলেন, ভাষা আন্দোলনের অবদানের জন্য একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে তার মূল অবদান আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার।


এইচটি ইমামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ইতিহাসবিদ মুনতাসির মামুন, সমকাল সম্পাদক গোলাম সারোয়ার, দলের উপ প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, প্রবীণ আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম প্রমুখ।


বিবার্তা/ওরিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com