শিরোনাম
‘জীবন ও দুনিয়া স্বৈরদস্যুর কবলে অবরূদ্ধ’
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৬, ১৭:৩৫
‘জীবন ও দুনিয়া স্বৈরদস্যুর কবলে অবরূদ্ধ’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সুন্নী আন্দোলনের সভাপতি ইমাম হায়াত বলেছেন, অরাজনৈতিক গণ্ডির দাসত্ত্বের ফাঁদে আবদ্ধ করে মহান শাহাদাতে কারবালার শিক্ষা ও নির্দেশনা ভুলিয়ে দেয়ার ভয়াবহ চক্রান্ত চলছে। এর ফলে জীবন ও দুনিয়া সম্পূর্ণভাবে বাতেল জালেম স্বৈরদস্যু শক্তির কবলে অবরূদ্ধ হয়ে গেছে।


বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিরাট সমাবেশ সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।


ইমাম হায়াত বলেন, নানাবিধ বাতেল ও তাদের সহযোগী দালালদের ষড়যন্ত্রে মহান শাহাদাতে কারবালার লক্ষ্য ও নির্দেশনা পরিত্যক্ত হয়ে কেবল স্মৃতিচারণ ও শোক পালনে সীমাবদ্ধ। এ কারণেই মিল্লাত ও সমগ্র মানবতা আজ স্বাধীনতার অধিকার হারিয়ে অপশক্তির গ্রাসে নিপতিত হয়ে রক্তের সাগরে ভাসছে।


তিনি আরও বলেন, পবিত্র কলেমা, শাহাদাতে কারবালার শিক্ষা ও মানবতার দৃষ্টিতে একক গোষ্ঠির স্বার্থে দুনিয়াকে খণ্ড বিখণ্ড করে রাষ্ট্রকে একক গোষ্ঠিভিত্তিক স্বৈরাতান্ত্রিক করে ফেলা সত্য ও জীবনের বিরূদ্ধে চরম অপরাধ। আর এই অপরাধের প্রতিরোধই ছিল কারবালার মহান শাহাদাতের অন্যতম মৌলিক বিষয়।


তিনি বলেন, মহান ইমামে আকবর রাদিআল্লাহু আনহুর শাহাদাতের শিক্ষা ও তাৎপর্য উপলব্ধি ব্যতীত ঈমান ও দ্বীন বুঝা সম্ভব নয় এবং প্রকৃত ইসলাম ও ইসলামের নামে ছদ্মবেশী কূফরীর প্রতারণার পার্থক্যও বুঝা সম্ভব নয়।


সম্মেলনে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ইমামে রাব্বানী দরবার শরীফের পীর আল আবেদী মুজাদ্দেদী, নারায়নগঞ্জ কুতুবিয়া খানকা শরীফের পীর আল্লামা জামাল উদ্দিন শাহ, ঢাকা মোঃপুর কাদেরিয়া আলিয়া মাদ্রাসার প্রধান আল্লামা মোসতাক আহমদ, আসকোনা রহমানীয়া দরবার শরীফের পীর মাওলানা আব্দুর রহমান আল কাদেরী সাহেব, আরেফুর রহমান সাহেব, মিরপুর ফকির বাড়ী খানকা শরীফের পীর নূরী আল কাদেরী, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ আল্লামা আতাউর রহমান মিয়াজী প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com