
চাল, আটা, তেলসিহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের দাবিতে দেশের সবি জেলা-উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিরের আয়োজন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
সোমবার (২৩ মে) জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে ও চাল, আটা, তেলসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের দাবিতে মঙ্গলবার (২৪ মে) সকাল ১০টায় ঢাকায় জাসদ চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে।
এছাড়া বৃহস্পতিবার (২৬ মে) দেশব্যাপী সব জেলা-উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে।
বিবার্তা/সোহেল/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]