
প্রখ্যাত সাংবাদিক, লেখক, কলামিস্ট, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’ গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
বৃহস্পতিবার (১৯ মে) জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক শোকবার্তায় আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
তারা বলেন, আব্দুল গাফফার চৌধুরী জ্ঞান ও প্রজ্ঞা তার কলম থেকে উৎসারিত হয়ে বাঙালি জাতির প্রতিটি ক্রান্তিকালে জনগণ পথের দিশা দিয়েছে।
তারা আরো বলেন, সাহসী ও প্রজ্ঞাময় লেখনির জন্য, জাতির ক্রান্তিকালে সত্য উচ্চারণের মধ্য দিয়ে জাতির ধমনিতে সাহসের সঞ্চার করার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তারা দলের পক্ষে প্রয়াত আব্দুল গাফফার চৌধুরীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করেন।
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]