
ইসলামী সমাজের আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, সমাজ ও রাষ্ট্রে ইসলামের পরিবর্তে মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় সুশাসন ও ন্যায় বিচারের পরিবর্তে দেশের সাধারণ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে দুর্ভোগ ও অশান্তিতে সময় কাটাচ্ছে। তিনি আরো বলেন, ‘ডিজেলের দাম বৃদ্ধিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পরিবহনসহ দেশের প্রতিটি সেক্টরে চরম নৈরাজ্য বিরাজ করছে।’
রবিবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ হুমায়ূন কবীর এসব কথা বলেন।
এসময় তিনি মাসব্যাপী কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচীর মধ্যে রয়েছে- ঢাকা মহানগরের প্রতিটি থানা এলাকায় গণসংযোগ, লিফলেট ও বুকলেট বিতরণ করা। বিশেষ সম্মেলন, মতবিনিময় সভা, মানববন্ধন ও পথসভা।
ইসলামী সমাজের কেন্দ্রীয় নেতা আমীর হোসাইনের পরিচালনা সভায় আরো বক্তব্য রাখেন নুরুদ্দীন আহমদ, মুহাম্মদ আলী জিন্নাহ, আবু বকর সিদ্দিক, সাইফুল ইসলাম, সেলিম মোল্লা, হাফিজুর রহমান, আবু শামাহ প্রমুখ।
বিবার্তা/জাহিদবিপ্লব/ফরিদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]