শিরোনাম
আ.লীগের সম্মেলনে ববিও কাউন্সিলর
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ২০:৪৩
আ.লীগের সম্মেলনে ববিও কাউন্সিলর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সজীব ওয়াজেদ জয়ের পর এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক দৌহিত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববিও আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলর হয়েছেন। আগামী ২২-২৩ অক্টোবর অনুষ্ঠেয় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে দলের ঢাকা মহানগর উত্তর শাখা থেকে পাঠানো কাউন্সিলর তালিকায় ববির নাম রয়েছে।


আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতরসম্পাদক আব্দুস সোবহান গোলাপ বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রথমবারের মতো এই সম্মেলনে কাউন্সিলর হয়েছেন দলীয় সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। রংপুর জেলা থেকে পাঠানো কাউন্সিলরদের তালিকায় তার নাম রয়েছে।


যুক্তরাষ্ট্রপ্রবাসী জয় কয়েক বছর আগে আওয়ামী লীগের সদস‌্যপদ নেন। পিতৃভূমি রংপুরের পীরগঞ্জ উপজেলা কমিটিতে গত বছর তাকে সদস‌্য হিসেবে রাখা হয়।


যুক্তরাজ্যে লেখাপড়া করা রেদওয়ান মুজিব সিদ্দিক ববি আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন-সিআরআই’র ট্রাস্টি। সিআরআই’র হেড অফ স্ট্রাটেজি অ্যান্ড প্রোগ্রাম হিসেবে কাজ করছেন তিনি।


আব্দুস সোবহান গোলাপ বলেন, রেদওয়ান মুজিব সিদ্দিক ববি মহানগর উত্তরে থাকেন। এ জন্য তাকে উত্তরের কাউন্সিলর করা হয়েছে। আমাদের কাছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ যে কাউন্সিলর তালিকা পাঠিয়েছে সেখানে রেদওয়ান মুজিব সিদ্দিক ববির নাম রয়েছে।


পরিবারের অধিকাংশ সদস্যসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ অগাস্ট হত্যা করা হয়। বিদেশে থাকায় বেঁচে যান তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা।এর ছয় বছর পর প্রবাসে থাকা অবস্থায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনাকে দলীয় সভানেত্রী করে আওয়ামী লীগ। তখন থেকে দলটির নেতৃত্বে আছেন তিনি।


এবারই প্রথম তাদের দুই সন্তান আওয়ামী লীগের সম্মেলনে কাউন্সিলর হিসেবে থাকছেন।


শেখ রেহানার তিন সন্তানের মধ্যে বড় ববির জন্ম ১৯৭৮ সালে। লন্ডন স্কুল অব ইকোনোমিকস থেকে লেখাপড়া করা ববি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির একজন কনসালট্যান্ট।


বিবার্তা/আমিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com