শিরোনাম
‘সংলাপ ব্যর্থ হলে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হবে’
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ১৫:৫৯
‘সংলাপ ব্যর্থ হলে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে নিয়ে রাষ্ট্রপতির সংলাপের ফলে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে বলে জাতি আশা করছে। কিন্তু, সরকারের একগুয়েমির কারণে যদি রাষ্ট্রপতির সংলাপ ব্যর্থ হয়, তাহলে রাজনীতিতে আবারো অস্থিরতা সৃষ্টি হবে। যা রাষ্ট্রের জন্য শুভ নয়।


রবিবার দুপুরে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘মজলুম জননেতা মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে’ শ্রদ্ধা নিবেদন ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।


বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু।


গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, নির্বাচন কমিশন নিয়োগ দিতে জনগণের চোখের ভাষা বুঝে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করবেন বলে আশা করি। যার মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন হবে।


তিনি আরও বলেন, রাষ্ট্রের সকল অর্জনের কৃতিত্ব একব্যাক্তি ও একদলকে দিতে গিয়ে আজ ইতিহাস বিকৃতি করা হচ্ছে। বৃহৎ রাজনৈতিক দলগুলোর সুবিধাভোগি তথাকথিত বুদ্ধিজীবীরা নিজের স্বার্থে ইতিহাস বিকৃতি করছে। ভাসানীকে বাদ দিয়ে দেশের ইতিহাস নির্মিত হবে না।



তিনি বলেন, ১৯৪৭ থেকে ৭১এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলন, ৭৬ সালে ফারাক্কা লংমার্চের মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদের বীজ বপন কোথায় নেই মওলানা ভাসানী ? তাকে বাদ দিয়ে যারা মুক্তিযুদ্ধের চেতনা আর জাতীয়তাবাদের কথা বলে মুখে ফেনা তোলেন তারা মূলত আত্ম প্রবঞ্চক। ইতিহাসের গতিধরায় মওলানা ভাসানী টিকে থাকবেন।


স্মরণ সভায় অংশগ্রহণ করেন এনডিপি প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, নগর নেতা আবদুল্লাহ আল কাউছারী, যুব ন্যাপ যুগ্ম সমন্বয়কারী জিল্লুর রহমান পলাশ, জাতীয় ছাত্র কেন্দ্রের যুগ্ম সমন্বয়কারী সোলায়মান সোহেল প্রমুখ।


এর আগে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাপের উদ্দ্যোগে যাদু মিয়া মিলনায়তনে মজলুম জননেতার অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর, ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ, বাংলাদেশ যুব ন্যাপ, বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্র-সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।


বিবার্তা/বিপ্লব/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com