শিরোনাম
‘জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে’
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৭, ১৯:৫০
‘জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বাধীনতার কাঙ্ক্ষিত সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হলে প্রয়োজন দুর্নীতি ও শোষণমুক্ত বাংলাদেশ। আর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে সরকারি-বেসরকারি প্রতিটি সেক্টরে জবাবদিহিতা প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মনে করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ।


তিনি বলেন, সবার আগে দরকার দলে সঠিক মাত্রায় জবাবদিহিতামূলক গণতন্ত্র চর্চ্চা। এনডিএম সে পথে ধরে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে, কর্মী ও জনগণকেন্দ্রিক রাজনৈতিক বিশ্বাস নিশ্চিত করতে চায় বলেও জানান তিনি।


শনিবার রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে দিনাজপুরের মানবাধিকারকর্মী আনন্দ মহল সরকারের নের্তৃত্বে ১০ উপজেলার শতাধিক প্রতিনিধি ও নেতাকর্মীর যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ এসব কথা বলেন।


এ সময় এনডিএম চেয়ারম্যান স্বপ্নের দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করে বলেন, দলের নীতি ও আদর্শের সঙ্গে কোনো ধরনের সমঝোতা হবে না। তিনি বলেন, দলীয় নীতির বিশ্বাস যদি প্রতিষ্ঠিত হয়, তবে এখনই মাঠে নামুন। সময় নষ্ট করার সুযোগ নেই।


অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, দলের মহাসচিব এ টি এম গোলাম মাওলা চৌধুরী, ভাইস চেয়ারম্যান এনায়েত কবির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, নারী নেত্রী জোসনা আক্তার, রাদিয়া চৌধুরী, তাইফুন নাহার রোজী এবং যোগদানকারীদের পক্ষে আনন্দ মহল সরকারসহ আরো অনেকে।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com