শিরোনাম
সংসদে ও রাজপথে সরব থাকবে জাপা : বাবলা
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৭, ১৭:৩৭
সংসদে ও রাজপথে সরব থাকবে জাপা : বাবলা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, তিন বছর ধরে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সংসদে দাড়িয়ে সরকারের গঠনমূলক কাজের প্রসংশা যেমন করেছে, তেমনি গণবিরোধী কর্মকাণ্ডের সমালোচনাও করেছে। একই সঙ্গে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে কর্মসূচি পালন করেছে।


তিনি বলেন, আগামী দিনেও দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে অতীতের মতো সংসদে ও রাজপথে সরব থাকবে জাতীয় পার্টি।


শনিবার বিকালে ফেনীর জহির রায়হান মাঠে জাতীয় যুব সংহতির ফেনী জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ফেনী জেলা যুব সংহতির আহবায়ক রেজাউল করীম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি আলমগীর শিকদার লোটন।


সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, ফেনী জেলা জাতীয় পার্টির আহবায়ক ও চেয়ারম্যানে উপদেষ্টা রিন্টু আনোয়ার, নাজমা আক্তার, জাপার ভাইস চেয়ারম্যান শওকত চৌধুরী এমপি, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, দিদারুল আলম দিদার, কেন্দ্রীয় নেতা হাজী ইলিয়াস এমপি, ফখরুল আহসান শাহজাদা, ইকবাল আলমগীর, রাশেদ চৌধুরী, ফেনী জেলা জাপা নেতা খন্দকার নজরুল ইসলাম, আবু তাহের মিয়াজী, মুজিবুর রহমান বাবুল, জিয়াউর রহমান বিপুল, মীর ইউসুফ, হাজী আবু সুফিয়ান প্রমুখ।


সম্মেলনে বাবলা আরো বলে, নব্বইয়ের পর থেকে সব সরকার আমাদের চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদকে মামলার জালে ফেলে শৃংঙ্খলে আটকে রাখার চেষ্টা করেছে। কিন্তু এবার কোনোভাবেই আমাদের নেতাকে আটকে রাখা যাবে না। সকল শৃংঙ্খল ভেঙ্গে পল্লীবন্ধু এরশাদ ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি আবারো ঘুরে দাড়িয়েছে।


তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আমরা এককভাবে লড়াইয়ে নামার প্রস্তুতি নিয়েছি। আমাদের বিশ্বাস, এবার সাধারণ মানুষ লাঙ্গলে ভোট দিয়ে জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাবে।


আবু হোসেন বাবলা এ সময় এরশাদের মামলা প্রত্যাহার করার জন্য সরকারের কাছে দাবি জানান।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com