শিরোনাম
‘জাপার নেতা নয়, প্রতিষ্ঠাতা হিসেবে আমি পিতাও বটে’
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১৬:৫৭
‘জাপার নেতা নয়, প্রতিষ্ঠাতা হিসেবে আমি পিতাও বটে’
জাহিদ বিপ্লব
প্রিন্ট অ-অ+

জাতীয় গণতান্ত্রিক পাটির্তে (জাপা) এখন চলছে ভাঙা-গড়ার খেলা। সোমবার দলের সভাপতি শফিউল আলম প্রধানকে চ্যালেঞ্জ করে সহ-সভাপতি মহিউদ্দিন বাবলু এবং অর্থ সম্পাদক হাজী মজিবুর রহমান নিজেদের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে কমিটি ঘোষণা করেন। একই সাথে তারা শফিউল আলম প্রধানকে দল থেকে বহিস্কারের ঘোষণা দেন।


মঙ্গলবার দুপুরে তার পল্টনের অফিসে দলের এই পরিস্থিতি নিয়ে বিবার্তার সাথে একান্ত আলাপকালে শফিউল আলম প্রধান নিজেকে সংগঠনের পিতা দাবি করে বলেন, দলের নেতা নয়, প্রতিষ্ঠাতা হিসেবে আমি পিতাও বটে।


তিনি বলেন, এ খেলায় যারা নেপথ্যে ভূমিকা রাখছেন, তারা ভুল খেলা খেলছেন। ভাত ছেটালে কাকের অভাব হয় না, এটা ঠিক। কিন্তু জাগপা কাকের দল নয়, বাঘের দল।


প্রধান বলেন, ১৯৬৬ সালে ছয় দফা দেয়ার পর বঙ্গবন্ধুর আওয়ামী লীগকেও ভাঙার চেষ্টা করা হয়েছিলো। ওয়ান ইলিভেনে বিএনপিকেও ভাঙার চেষ্টা হয়েছিল। কিন্তু কোনো ফায়দা হয়নি। এজেন্সির এ খেলার পরিণামও একই হবে।


তিনি বলেন, আমার আফসোস হয় সবকিছু জানার পরও শাসকগোষ্ঠী একই পথে পা বাড়িয়েছে। ২০ দলীয় জোটকে অতীতে একইভাবে ভাঙার ও দুর্বল করার ষড়যন্ত্র করা হয়েছে। যারা এই ফাঁদে পা দিয়েছেন, তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছেন, হারিয়ে গেছেন এবং জনধিকৃত হয়েছেন।


তিনি আরো বলেন, তবে আমি বিশ্বাস করতে চাই না, জাগপার পরিবারের কেউ এই ফাঁদে পা দিতে পারেন। এই সংগঠনের কোনো নেতাকর্মী পাতানো খেলায় পড়ে হারিয়ে যাক, তা আমি কামনা করি না।


বিবার্তা/বিপ্লব/কাফী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com