শিরোনাম
‘আশুরার মহান শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে’
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১৬:৫৪
‘আশুরার মহান শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র আশুরা উপলক্ষে কারবালা প্রান্তরে শাহাদাত বরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে আশুরার মহান শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে।


মঙ্গলবার নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ১০ মহরম পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, আশুরার দিন মুসলমানদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদার দিন। কারণ পবিত্র আশুরার দিনটি বৈশিষ্ট্যময় হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ কারণগুলো হচ্ছে এদিনে জগৎ সৃষ্টির সূচনা হয়। এ দিনেই (শুক্রবার) মহাপ্রলয়ের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে। এদিনেই হযরত আদম (আ.)কে জান্নাত থেকে পৃথিবীর বুকে অবরতণ করানো হয়। এ দিনেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁর তওবা কুবল করেছিলেন।


তিনি আরও বলেন, এছাড়া হযরত নূহ (আ.) এদিনেই মহাপ্লাবন থেকে রক্ষা পেয়ে নৌকা থেকে পৃথিবীর বুকে আবার অবতরণ করেছিলেন। হযরত ইদ্রিস (আ.) স্বশরীরে জান্নাতে প্রবেশ করেন। হযরত আইয়ুব (আ.) সুদীর্ঘদিন কঠিন রোগ ভোগের পর এদিনে রোগমুক্ত হন। এদিনেই হযরত ইউনুস (আ.) মাছের পেট থেকে বের হয়ে রক্ষা পেয়েছিলেন। আশুরার দিনে হযরত ইব্রাহীম (আ.) আল্লাহ্ তায়ালার অশেষ কুদরতে নমরুদের অগ্নিকুণ্ডে ৪০ দিন অবস্থান করে সুস্থ অবস্থায় বেরিয়ে আসেন। এদিনে হযরত দাউদ (আ.) এর তওবা কবুল হয় এবং হযরত সোলায়মান (আ.) বাদশাহী লাভ করেন।


ন্যাপের যুগ্ম আহ্বায়ক মো. আনছার রহমান শিকদারের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন এনডিপি প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ সম্পাদক মো. কামাল ভূঁইয়া, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু প্রমুখ। আলোচনা সভা শেষে বিশ্ব শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


বিবার্তা/বিপ্লব/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com