শিরোনাম
‘নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপের সুযোগ নেই’
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ১৪:১০
‘নির্বাচন কমিশন গঠন  নিয়ে সংলাপের সুযোগ নেই’
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই।


বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর চার লেন প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি সব দলের সঙ্গে সংলাপ করেছেন। তার এখতিয়ার নির্বাচন কমিশন গঠন করার। তিনি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। কাজেই নির্বাচন কমিশন গঠন নিয়ে অন্য কোনো দলের সঙ্গে সংলাপ করার সুযোগ নেই।


নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় অপরাধীদের জন্য সতর্ক বার্তা উল্লেখ করে তিনি বলেন, অপরাধী যেই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে। সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে দল থেকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে।


বাংলাদেশ এখন বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com