শিরোনাম
আ.লীগের সম্মেলনে ১৪ দেশ আমন্ত্রিত
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১৫:২৪
আ.লীগের সম্মেলনে ১৪ দেশ আমন্ত্রিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু এখনও সম্মেলনে যোগ দেয়ার বিষয়ে কোনো বিদেশি অতিথি নিশ্চিত করেনি। এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সম্মেলনের অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম।


মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অভ্যর্থনা উপ-কমিটির এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


মোহাম্মদ নাসিম বলেন, আমরা ইতিমধ্যে ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছি। তবে তারা এখনও আমাদের নিশ্চিত করেননি। যখন তাদের আসা নিশ্চিত করতে পারবো তখনই তা গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আশা করি এ সকল আমন্ত্রিত অতিথির আগমন সম্মেলনকে আরও বর্ণাঢ্য করবে।


তিনি বলেন, ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনের খুব বেশি সময় নেই। সংবিধান অনুযায়ী এ নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। সেই নির্বাচনের প্রস্তুতির জন্য দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এবারের সম্মেলন অনেক তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে আমাদের আগামী নির্বাচনের বিজয়ের পথ সুগম হবে।


সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগেরকেন্দ্রীয় কমিটিতে আসবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আসবেন কিনা সেটার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দল নিবে। আমরা মনে করি, জয় দেশের সম্পদ, দল যদি তাকে উপযুক্ত মর্যাদা দেয় তাহলে তিনি দলেরও সম্পদ হবেন। সম্মেলনে রংপুর থেকে জয়কে কাউন্সিলর করায় দেশবাসী অনুপ্রাণিত হয়েছে।


আওয়ামী লীগের এ নেতা বলেন, আওয়ামী লীগ সবসময়ই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিশ্বাস করে। বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র দল নির্ধারিত সময়ের মধ্যে দলের সম্মেলন করে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।


অভ্যর্থনা উপ-কমিটির এ আহ্বায়ক জানান, জামায়াত ছাড়া দেশের সকল রাজনৈতিক দলকে আমাদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।


বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপ-পরিষদ সদস্য সচিব দীপু মনি, কমিটির সদস্য সাহারা খাতুন, মাহবুব-উল আলম হানিফ, মেয়র আনিসুল হক, কর্নেল (অব.) ফারুক খান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, আফজাল হোসেন, আব্দুর রহমান, ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম, অ্যাম্বাসেডর জমির, হাবিবে মিল্লাত, মনিরুজ্জামান মনির প্রমুখ।


বিবার্তা/ওরিন/জেমি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com