শিরোনাম
স্বেচ্ছাসেবক দলের কুষ্টিয়া ও খুলনার জেলার ১১ ইউনিট কমিটি অনুমোদন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৪
স্বেচ্ছাসেবক দলের কুষ্টিয়া ও খুলনার জেলার ১১ ইউনিট কমিটি অনুমোদন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম, কুষ্টিয়া জেলা ও খুলনা জেলার স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে যৌথসভায় কুষ্টিয়া জেলার ৯টি এবং খুলনা জেলার ২টি ইউনিট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।


রবিবার স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলার সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল এবং খুলনা জেলার সভাপতি মো. তৈয়েবুর রহমান ও সাধারণ সম্পাদক আতাউর রহমান রনু তাদের নিজ নিজ জেলার ইউনিট কমিটি সমূহ অনুমোদন করেন।


কুষ্টিয়া জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ


১.কুষ্টিয়া থানা : আহবায়ক : সাইদুল ইসলাম টিপু, সদস্য সচিব : শরিফুল ইসলাম। যুগ্ম আহবায়ক-১. রাসেল হোসেন ২. মো: আসাদুল হক ফিন্টু ৩. আনিসুর রহমান আনিছ ৪. আইনুদ্দিন ৫. আশরাফুল আলম ৬. মিলন আলী ৭. আবু ফয়সাল হিমেল ৮. আব্দুল লতিফ ৯. আলকামা হোসেন হিমেল সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।


২. মিরপুর থানা : আহবায়ক : মো: জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব : মো: রফিকুল ইসলাম রফিক। যুগ্ম আহবায়ক-১. আশরাফুল ইসলাম সৈনিক ২. তুষার আহমেদ জামু ৩. জাহাঙ্গীর আলম গাজী ৪. সাইফুল ইসলাম মমিন ৫. মো: শাহ আলম ৬. আব্দুল্লাহ আল গালিব ৭. মো: আসাদুজ্জামান আসাদ ৮. আব্দুর রশিদ ৯. রবিউল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।


৩. মিরপুর পৌর : আহবায়ক : মনিরুল ইসলাম মনি, সদস্য সচিব : মো: মিজানুর রহমান মিজান। যুগ্ম আহবায়ক-১. তোজাম্মেল হক ২. শেখ সোহেল আহমেদ শিমুল ৩. আজিবুল হক ৪. রবিউল ইসলাম ৫. জিসান বিশ^াস ৬. ইমদাদুল হক হালিম ৭. আলমগীর হোসেন ৮. মামুন সিরাজ ৯. মো: রাসেল মন্ডল সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।


৪. কুমারখালী থানা : আহবায়ক : সাইদুল ইসলাম, সদস্য সচিব : রফিকুল ইসলাম রফিক। যুগ্ম আহবায়ক-১. মরশেকুর রহমান তুহিন ২. আসাদুজ্জামান নুর ৩. অহিদুর রহমান টিটু ৪. মো: জিলাল হোসেন ৫. রাশেদুল ইসলাম রাশেদ ৬. হাসিবুল আলম উল্লাস ৭. সাইদুর রহমান জিন্না ৮. মিনারুল ইসলাম ৯. আরমিলা আক্তার আখিঁ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।


৫. কুমারখালী পৌর : আহবায়ক : মো: নাজমুল হোসেন, সদস্য সচিব : রনি আহম্মেদ। যুগ্ম আহবায়ক-১. রফিকুল ইসলাম রফিক ২. মো: রাশেদ মল্লিক ৩. কে এম সৈকত সরোয়ার জনি ৪. মো: রওশন আলী ৫. মো: আসলাম শেখ ৬. জাহিদুল ইসলাম ৭. জামান উদ্দিন খান ৮. রেজাউল ইসলাম-(১) ৯. তাজুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি


৬. ভেড়ামারা থানা : আহবায়ক : মনিরুজ্জামান জুয়েল, সদস্য সচিব : এস.এম আল হোসাইন সোহাগ। যুগ্ম আহবায়ক-১. রোকনুজ্জামান রোকন ২. সাহাজুল ইসলাম ৩. বাবুল ইসলাম ৪. আতিয়ার রহমান ৫. আজাদ রহমান ৬. ময়েন উদ্দিন ৭. সামসুজ্জোহা সবুজ ৮. মো: রাজন আলী ৯. নাজমুল হাসান লিমন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।


৭. ভেড়ামারা পৌর : আহবায়ক : মো: মকলেচুর রহমান, সদস্য সচিব : নাহারুল ইসলাম বকুল। যুগ্ম আহবায়ক-১. তরিকুল ইসলাম খোকন ২. তরিকুল ইসলাম সাজু ৩. সিরাজ সিকদার ৪. মো: শান্ত ৫. মো: টোকেন ৬. মো: গোলাম রসুল জয় ৭. মো: সরোয়ার জামান শাওন ৮. আবুল কালাম টগর ৯. জিয়াউর রহমান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।


৮. খোকসা থানা : আহবায়ক : এম আব্দুল্লাহ খান, সদস্য সচিব : রবিউল ইসলাম স্বপন। যুগ্ম আহবায়ক-১. রেজাউল করিম ২. সোহেল রানা মানিক ৩. মমিনুল হক লিটন ৪. মো: মাসুদ খান ৫. মনিরুজ্জামান একরাম ৬. সোহরাব আলী ৭. রহিচ উদ্দিন ৮. ফজলুল হক আইনাল ৯. মুন্সী রইচ উদ্দিন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।


৯. দৌলতপুর থানা : আহবায়ক : রাশেদুল হক শামীম, সদস্য সচিব : আসাদুল হক আসাদ। যুগ্ম আহবায়ক-১. নাহিদ নেওয়াজ রানা ২. রবিউল ইসলাম ৩. আসাউল হক ৪. কামরুল ইসলাম ৫. মো: সুজন রহমান ৬. মেহেদুজ্জামান রতন বিশ^াস ৭. জাহিদ হাসান জনি ৮. সাহেদ মাহামুদ অর্পন ৯. খান মাহামুদুল হাসান পাতা সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।


খুলনা জেলার অনুমোদিত ইউনিট কমিটি


১.ফুলতলা উপজেলা : আহবায়ক : টিটু জমাদ্দার, সদস্য সচিব : মো: আলমগীর শেখ। যুগ্ম আহবায়ক-১. মঈনউদ্দিন শুভ ২. মো: শফিউল ইসলাম দোলা ৩. মো: ফরিদউজ্জামান ফরিদ ৪. মো: সাঈদ সরদার ৫. মো: শাহজাহান সরদার ৬. এস.এম.রিফাত হাসান ৭. মো: মফিজ সরদার ৮. মো: মাসুদ রানা ৯. মো: সজিব শেখ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।


২. পাইকগাছা পৌর : আহবায়ক : মো: আসাদুল্লাহ আল গালীব, সদস্য সচিব : মো: সোহেল গাজী। যুগ্ম আহবায়ক-১. মো: তরিকুল ইসলাম ২. মো: বাবুল সানা ৩. মো: আসাদুল সরদার ৪. মো: কামাল গাজী ৫. মো: আসমান ঢালী ৬. মো: রেজাউল ইসলাম (রেজা) সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।


ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।


বিবার্তা/বিপ্লব/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com