শিরোনাম
মূল্যবোধ আজ হারিয়ে গেছে: এরশাদ
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ২০:৩৫
মূল্যবোধ আজ হারিয়ে গেছে: এরশাদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মূল্যবোধ আজ হারিয়ে গেছে, মানুষের প্রতি মানুষের সম্মানবোধ আজ নেই বললেই চলে।


সোমবার বনানী কড়াইল পল্লীবন্ধু এরশাদ প্রাথমিক বিদ্যালয়ে পি এস সি সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


সাম্প্রতিক সময়ে খাদিজাসহ নারী ও শিশুদের প্রতি নির্যাতন বন্ধ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে এরশাদ বলেন, দেশে আইনের শাসন নিশ্চিত করতে হবে।


প্রাইমারী স্কুলকে মাধ্যমিক স্কুলে রূপান্তরিত করার উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার হার বাড়াতে হলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।


পরে জাতীয় পার্টির চেয়ারম্যান ছাত্র/ছাত্রীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন এবং স্কুলের শিক্ষকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


এদিকে সন্ধ্যায় এরশাদ ঢাকেশ্বরী ও রামকৃষ্ণমিশন পুজামণ্ডপসহ বিভিন্ন মন্দির পরিদর্শনে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজা, মহানবমী উৎসব উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় করেন


এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক মো. ইসহাক ভূঁইয়া প্রমুখ।


বিবার্তা/আমিন/রয়েল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com