শিরোনাম
৫৪ দিন পর ফিরোজায় খালেদা জিয়া
প্রকাশ : ১৯ জুন ২০২১, ২০:২৭
৫৪ দিন পর ফিরোজায় খালেদা জিয়া
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

৫৪ দিন পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।


শনিবার (১৯ জুন) রাত ৮টা ৪০ মিটিনে তিনি তার গুলশানের ফিরোজা বাসভবনে সাদা রংয়ের প্রাইভেট কার নিয়ে প্রবেশ করেন। এরআগে সোয়া ৮টার দিকে হাসপাতাল থেকে তিনি বাসার উদ্দেশে রওনা হন।


বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিবার্তাকে এ তথ্য জানিয়েছেন।


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসপাতালে বেশিদিন থাকলে ইনফেকশনের শঙ্কা থাকে। তাই তাকে (খালেদা জিয়া) বাসায় নেয়ার সিদ্ধান্ত দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।



এর আগে গত ১১ এপ্রিল করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে খালেদা জিয়ার। এরপর করোনা পজিটিভ নিয়ে গত ২৭ এপ্রিল বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন তিনি। পরদিন ২৮ এপ্রিল ব্যক্তিগত ও এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের সমন্বয়ে ১০ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে ৩ মে তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর কর হয়। সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে খালেদা জিয়ার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে।


এক মাস পর গত ৩ জুন খালেদা জিয়াকে সিসিইউ থেকে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়।


পুরনো রোগ আর্থারাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি পোস্টকোভিড জটিলতায় খালেদা জিয়া এখন হার্ট, কিডনি ও লিভারের জটিলতায় ভুগছেন।


বিবার্তা/বিপ্লব/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com