শিরোনাম
বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী কারামুক্ত
প্রকাশ : ১৮ জুন ২০২১, ১৫:২৮
বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী কারামুক্ত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গ্রেফতারের আড়াই মাস পর হাইকোর্টের জামিন আদেশে কারামুক্ত হলেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী।


শুক্রবার দুপুরে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন তিনি। কারাগার থেকে মুক্তির পর তাকে তাৎক্ষণিক শুভেচ্ছা জানান কেরাণীগঞ্জের নেতাকর্মীরা।


এরআগে দুই মামলায় গত বুধবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ নিপুণ রায়ের জামিন আদেশ দেন।


আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী নিতাই রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুন অর রশিদ। নিপুণ রায়ের জামিন আদেশের কথা গণমাধ্যমকে জানান তার বাবা নিতাই রায় চৌধুরী।


উল্লেখ্য যে, গত ২৮ মার্চ হেফাজতের হরতালের দিন রাজধানীর রায়েরর বাজারের বাসভবন থেকে নিপুণ রায়কে আটক করে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর তার বিরুদ্ধে দায়ের করা দুই মামলায় কয়েক দফা রিমান্ডে নেয় পুলিশ।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী।


দীর্ঘদিন কারাভোগের কারণে সম্প্রতি অসুস্থ হয়ে পড়েন নিপুণ রায়। তার মুক্তির দাবি জানিয়ে গত কয়েকদিন ধরে সভা-সমাবেশ করছিল বিএনপি।


বিবার্তা/বিপ্লব/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com