শিরোনাম
শ্রমিক হত্যার বিচার দাবি প্রগতিশীল সাবেক ১৮ ছাত্রনেতার
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২১, ২১:৪২
শ্রমিক হত্যার বিচার দাবি প্রগতিশীল সাবেক ১৮ ছাত্রনেতার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পুলিশের গুলিতে নিহত শ্রমিক হত্যার বিচার দাবি করেছেন ১১ প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্রসংগঠনের ১৮ জন সাবেক ছাত্রনেতা।


সোমবার (১৯ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ১৭ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালীতে নির্মানাধীন কয়লা বিদ্যুত কেন্দ্রে বকেয়া বেতনসহ অন্যান্য দাবিতে আন্দোলনরত শ্রমিক হত্যার বিচার করতে হবে। দায়ীদের আইনের আওতায় আনার পাশাপাশি নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।


শ্রমিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতারা আরো বলেন, ২০১৬ সালেও এ বিদ্যুত কেন্দ্র নির্মানকে কেন্দ্র করে মানুষ হত্যা করা হয়েছিলো। বাঁশখালীতে শ্রমিক নিহত হওয়ার দায় বিদ্যুৎ কেন্দ্রের মালিক এস আলম গ্রুপ, রাষ্ট্র ও সরকারকে নিতে হবে।


বিবৃতিতে নেতৃবৃন্দ, চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা ভিত্তিক নির্মানাধীন বিদ্যুৎ কেন্দ্রের নিহত শ্রমিকদের পরিবারকে আইএলও নির্দেশিত আজীবন আয়ের সমপরিমান উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও অন্যান্য দাবি মেনে নেয়ার দাবি জানান।


নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে নিরীহ শ্রমিক এবং গ্রামবাসীদের উপর গুলিবর্ষণ ও নির্মম হত্যাকান্ডের ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।


বিবৃতিতে নেতৃবৃন্দ দেশের স্বার্থে সরকারী-বেসরকারী খাতে দেশী-বিদেশীদের দ্বারা বাস্তবায়নাধীন বিভিন্ন অবকাঠামো, স্থাপনা, শিল্পকারখানা নির্মান প্রকল্পে দেশী-বিদেশী শ্রমিকদের নিরাপত্তা, বেতন-ভাতা-চিকিৎসাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান।


বিবৃতি দাতারা হলেন, বাংলাদেশ ছাত্রলীগের(জাসদ) সাবেক সভাপতি শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল আলম সজ্জন, সমাজতান্ত্রি ছাত্রফ্রন্টের সাবেক সভাপতি খালেকুজ্জামান লিপন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি হাসান ইমাম রুবল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি আবু নাসের অনিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ ছাত্রলীগের(জাসদ) সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুন, ছাত্র কেন্দ্রের সাবেক সভাপতি মহিউদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি মনিরুদ্দিন পাপ্পু, জাতীয় ছাত্র ঐক্যের সাবেক সভাপতি জুয়েল আহমেদ খান, সমাজবাদী ছাত্র জোটের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মাসুম উদ্দীন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি মাহফুজুর রহমান সমুদ্র, বাংলাদেশ ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শুভাশিস সমাদ্দার শুভ, বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগের(জাসদ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com