শিরোনাম
‘বিচার ব্যবস্থার আমূল সংস্কারে মতিন খসরুর অবদান অসামান্য’
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২১, ২০:০৬
‘বিচার ব্যবস্থার আমূল সংস্কারে মতিন খসরুর অবদান অসামান্য’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সাবেক আইন মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।


আবদুল মতিন খসরু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার বিকেলে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।


শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশের বিদ্যমান বিচার ব্যবস্হাকে আমূল সংস্কার ও যুগোপযোগী করার ক্ষেত্রে আবদুল মতিন খসরুর রয়েছে অসামান্য অবদান। নিরহংকারী, সদালোপী আবদুল মতিন খসরু জনগণের ভালবাসায় সিক্ত হয়ে পাঁচবারের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মতিন খসরু দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন।


বিরোধীদলীয় নেতা আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন খসরুর মহান মুক্তিযুদ্ধে রয়েছে অপরিসীম অবদান। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে রাজনৈতিক ও আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়ে গেল যা সহজে পূরণ হবার নয়।


বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক - সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


বিবার্তা/বিপ্লব/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com