শিরোনাম
জনসচেতনতাই করোনা থেকে রক্ষা করতে পারে : মিলন
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২১, ১৯:১০
জনসচেতনতাই করোনা থেকে রক্ষা করতে পারে : মিলন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন লকডাউনের সমালোচনা করে বলেছেন, লকডাউন কোনো সমাধান নয়। জনসচেতনতাই আমাদের করোনা থেকে রক্ষা করতে পারে। এর আগেও দুই মাস লাগাতার লকডাউন দেয়া হয়েছিলো। পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ক্ষুদ্র ব্যবসায়ী ও দিন মজুররা আগের ক্ষতিই পুষিয়ে ওঠতে পারে নাই। পুনরায় এ লকডাউনকে মানুষ না খেয়ে মারা যাবে।


তিনি পুরান ঢাকার আমলীগোলায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।


তিনি বলেন, মানুষকে বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে। দেশ বাঁচলে মানুষ বাঁচবে। বড় ব্যবসায়ীরাও আর ভুর্তকি দিতে চাচ্ছে না। ইতিমধ্যে অনেকে কর্মহীন হয়ে পড়েছে। আবার এ লকডাউনের ফলে অনেকে চাকুরী হারাবে। সাধারণ মানুষ অর্থ ও খাদ্য সংকটে ভুগবে। আর তখনই জীবনের তাগিদে বেড়ে যাবে অপরাধ।


হাজী মিলন বলেন, জড়িপে দেখা গেছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ খব কমই করোনায় আক্রান্ত হচ্ছে। বয়োজ্যেষ্ঠ ও যাদের শ্বাসকষ্টসহ নানান জটিল রোগে আক্রান্ত তারাই করোনায় শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেশের ৭০ ভাগ মানুষ দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। করোনা প্রতিরোধের নামে এ লকডাউন দিয়ে এই অসহায় মানুষগুলোকে আমরা নিঃস্ব করতে পারিনা।


বিবার্তা/বিপ্লব/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com