শিরোনাম
ক্ষমতায় নারী থাকলেও নারী অধিকার আজ ভূলুণ্ঠিত: মান্না
প্রকাশ : ০৮ মার্চ ২০২১, ১৮:০০
ক্ষমতায় নারী থাকলেও নারী অধিকার আজ ভূলুণ্ঠিত: মান্না
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের শাসন ক্ষমতায় প্রধানত নারী অধিষ্ঠিত থাকলেও বাংলাদেশে আজ নারী অধিকার ভূলুণ্ঠিত। কিছুদিন আগেও বাংলাদেশ ছিল ধর্ষণের স্বর্গরাজ্য। বিশ্ব নারী দিবসের যে স্লোগান নারী নেতৃত্বে করোনাকালে বৈষম্যের অবসান হবে তার উল্টোটা হয়েছে এই দেশে। বৈষম্য এবং দারিদ্র্য আরও বেড়েছে।


সোমবার (৮ মার্চ) তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 'অধিকারহীন ভয়ার্ত র্বিষন্নতার প্রতীক নয়, নারী হোক গণতন্ত্রের ভ্যানগার্ড’ এই স্লোগানে নাগরিক নারী ঐক্য আজ বিশ্ব নারী দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে।


মান্না বলেন, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে এই সরকার। শুধুমাত্র ফেসবুকে সরকারের সমালোচনা করার কারণে লেখক মোশতাককে কারাগারে জীবন দিতে হয়েছে ; কার্টুনিস্ট কিশোর নির্যাতনের কারণে হাসপাতালে।


তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষের কথা বলার অধিকার যেমন আসবে না, তেমনি নারী অধিকার ও প্রতিষ্ঠা হবে না। তিনি আগামী দিনে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে নারী সমাজকে অগ্রণী বাহিনীর ভূমিকা পালনের আহ্বান জানান।


নাগরিক নারী ঐক্যের সভাপতি শাহনাজ রানু'র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের উপদেষ্টা আকরাম এবং কেন্দ্রীয় কমিটির সদস্য জবাব শহীদুল্লাহ কায়সার মমিনুল ইসলাম, লুৎফুন নাহার মিনু, নাগরিক নারী ঐক্যের নেত্রী ফেরদৌসী আক্তার, স্বপ্না আক্তার, প্রিন্সিপাল রোকেয়া রুমি, প্রিন্সিপাল হুসনে জাহান প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com