শিরোনাম
জাতীয় পার্টি রাজনীতির মাঠে পরগাছা হয়ে থাকবেনা: জিএম কাদের
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪০
জাতীয় পার্টি রাজনীতির মাঠে পরগাছা হয়ে থাকবেনা: জিএম কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, জাতীয় পার্টি রাজনীতির মাঠে পরগাছা হয়ে থাকবেনা। অস্তিত্বহীন রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টি কখনোই বিলীন হবেনা। আমাদের অস্তিত্ব আছে এবং নিজস্ব রাজনীতি আছে। নিজস্ব রাজনীতি নিয়ে আমরা সামনে এগিয়ে যাবে।


বুধবার (২৪ ফেব্রুয়ারি) জাপার বনানী কার্যালয়ে মিলনায়তনে গোলাম মোহাম্মদ কাদেরের ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে আনন্দঘন আয়োজন শেষে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।


জিএম কাদের বলেন, গণমানুষের মাঝে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা আছে। তাই দেশ ও জনগনের স্বার্থে কথা বলবে জাতীয় পার্টি। কোন ভয়-ভীতির কাছে মাথা নত করবেনা। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশ ও মানুষের কথা বলতে যদি অত্যাচার ও নির্যাতন সইতে হয়, সেজন্য প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে লাঠি ও গুলির সামনে সাহস নিয়ে দাঁড়াতে হবে। নির্যাতন এলে তা মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে।


তিনি বলেন, অস্তিত্বহীন বা শেকড়হীন রাজনৈতিক দলকে কোন দলই মূল্যায়ন করবে না। রাজনীতিতে পরগাছা বা শেকড়হীন দলকে মানুষ ঘৃনা করে। তিনি বলেন, ঘরে বসে হাতি-ঘোড়া মারার দিন শেষ হয়ে গেছে। এখন রাজনীতির মত রাজনীতি করবে জাতীয় পার্টি।


গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, ১৯৯১ সালের পর থেকে দেশে সংসদীয় গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চলছে। দেশের প্রধান তিনটি স্তম্ভের মধ্যে নির্বাহী বিভাগ, আইন সভা ও বিচার বিভাগ-এর নিন্ম আদালত এক ব্যক্তির হাতে। তাছাড়া উচ্চ আদালতের নিয়োগও রাষ্ট্রপতির মাধ্যমে তার হাতেই। তাই দেশের সকল ক্ষমতাই এখন এক ব্যক্তি হাতে, তিনি যাই বলেন তার বাইরে কিছুই হয়না। এটাকে কখনোই গণতন্ত্র বলা যায়না। এক ব্যক্তির হাতে ক্ষমতা থাকার কারনে ক্ষমতার অপব্যবহার হচ্ছে, এটাকেই বলে স্বৈরতন্ত্র। সাধারণ মানুষের স্বার্থ ভুলন্ঠিত করে দুর্ণীতি ও দলীয়করণ চলছে। সরকারদলীয় নেতা-কর্মীরা অঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে।


এর আগে দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন জিএম কাদের। জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরিফা কাদেরের তত্বাবধানে এবং সদস্য সচিব আলাউদ্দিন আহমেদের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সংগঠনের সদস্যরা।


এসময় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ভাষার মাসে মানুষের কথা বলার অধিকার নেই। দেশের মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। সকল রক্তচক্ষু উপেক্ষা করে জাতীয় পার্টি গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে এগিয়ে যাবে।


পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। জাতীয় পার্টিই দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে।
এসময় আরো বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু এমপি, এডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, মীর আব্দুস সবুর আসুদ।


ফুলেল শুভেচ্ছা জানান প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, সাহিদুর রহমান টেপা, এস.এম. আব্দুল মান্নান, মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি, মাহমুদুল ইসলাম চৌধুরী, মোঃ আজম খান, সোলায়মান আলম শেঠ, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, এম.এ. কুদ্দুস খান, ড. নুরুল আজহার শামীম প্রমুখ৷ কেক কেটে শুভেচ্ছা জানায় জাতীয যুব সংহতি, জাতীয় মহিলা পার্টি, জাতীয় কৃষক পার্টি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় সাংস্কৃতিক পার্টি, জাতীয় তরুন পার্টি, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় পেশাজীবী পার্টি, জাতীয় ছাত্রসমাজ, জাতীয় আইনজীবী ফেডারেশন, জাতীয় মৎস্যজীবী, জাতীয় তাঁতী পার্টি, জাতীয় মোটর শ্রমিক পার্টি, জাতীয় মুক্তিযোদ্ধা পার্টি, জাতীয় হকার্স পার্টি, জাতীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টি।


বিবার্তা/জাহিদ/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com