
বিশিষ্ট পরিবেশবিদ, প্রখ্যাত কলামিসট, গবেষক, প্রাবন্ধিক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় কাদের প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় জিএম কাদের বলেন, সৈয়দ আবুল মকসুদ ছিলেন অসাধারণ পান্ডিত্যের অধিকারী। তিনি রাষ্ট্র, রাজনীতি, সাহিত্য এবং বিভিন্ন ইস্যুতে গবেষণায় দক্ষতার প্রমাণ দিয়েছেন। সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা হয়ে থাকবেন সৈয়দ আবুল মকসুদ। দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে সব সময় সাহসের সাথে কথা বলেছেন তিনি। সৈয়দ আবুল মকসুদের মৃত্যুতে জাতি এক অকৃত্রিম অভিভাবককে হারালো।
প্রখ্যাত কলামিসট, গবেষক, প্রাবন্ধিক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বিবার্তা/জাহিদ/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]