শিরোনাম
সন্ত্রাস ও নৈরাজ্যর নির্বাচন জনগণ চায়না : বাবলু
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২১, ২০:১৬
সন্ত্রাস ও নৈরাজ্যর নির্বাচন জনগণ চায়না : বাবলু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশের মানুষ স্বস্তিতে নেই। নির্বাচনের নামে চট্টগ্রামে আজ কি হলো? স্বাধীনতার ৫০ বছর পূর্তির প্রাক্কালে জনগণ স্বাধীনতার চেতনা বিরোধী এরকম স্বৈরতান্ত্রিক নির্বাচন প্রত্যাশা করেনা। সন্ত্রাস, নৈরাজ্য ও হত্যাকান্ডের নির্বাচন দেশবাসী চায়না।


বুধবার সন্ধ্যায় জাপার কাকরাইল কার্যালয়ে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের পূর্বে তিনি এসব কথা বলেন।


ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।


বাবলু সরকারের উদ্দেশ্যে বলেন, অবিলম্বে এরকম প্রহসন ও তামাশার নির্বাচন বন্ধ করুন। জনগণের নাগরিক অধিকার স্বাধীনভাবে “যাকে খুঁশি তাকে ভোট দিবো”এটা নিশ্চিত করুন।


তিনি বলেন, আমাদের চেয়ারম্যান অসুস্থ হওয়ার পর থেকে তার রোগমুক্তির জন্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশে প্রতিদিন বিভিন্ন জেলা, উপজেলা এবং মহানগরে দোআ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমাদের প্রিয় চেয়ারম্যান এখন করোনামুক্ত।


ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ অংশ নেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আবদুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহ-ই-আজম, মোঃ হারুন আর রশিদ, ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান খাঁন, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফকরুল আহসান শাহজাদা, সম্পাদক মন্ডলীর সদস্য হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, আহাদ ইউ চৌধুরী শাহীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসহাক ভুইয়া, মিজানুর রহমান মিরু, যুগ্ম-সম্পাদক মন্ডলীর সদস্য- আব্দুস সাত্তার গালিব ও সুজন দে।


বিবার্তা/বিপ্লব/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com