শিরোনাম
সাংবাদিক সৈয়দ লুৎফল হকের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২১, ১৬:৫১
সাংবাদিক সৈয়দ লুৎফল হকের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের বিশিষ্ট চারুকলা শিল্পী, লেখক, সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সৈয়দ লুৎফুল হক বুধবার ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। সৈয়দ লুৎফুল হক এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মরহুম সৈয়দ লুৎফুল হক দেশের একজন স্বনামধন্য চিত্রকর ও প্রচ্ছদ শিল্পী হিসেবে সুনাম অর্জন করেছিলেন। তিনি কর্মজীবনে অসংখ্য চিত্রকলা সৃষ্টি করেছেন এবং দেশে চারুকলা শিল্পে তার অবদান অনস্বীকার্য। তিনি তার কর্মের স্বীকৃতিস্বরপ শিল্পাচার্য জয়নুল স্বর্ণপদক, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক ও জাতীয় প্রেসক্লাব লেখক সম্মাননা পুরস্কারসহ বহু পদক ও খেতাবে ভূষিত হন। একজন গুণী সাংবাদিক ও ক্ষুরধার লেখক হিসেবেও তিনি সাংবাদিকতা জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।”


বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুম সৈয়দ লুৎফুল হক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


বিবার্তা/বিপ্লব/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com