শিরোনাম
ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২১, ০৮:৩৬
ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ রবিবার (২৪ জানুয়ারি)। এ উপলক্ষে পাকিস্তানি ঔপনিবেশিক দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন এবং অভ্যুত্থানে শহীদ মতিউরের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। একই সঙ্গে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিও হাতে নিয়েছে কয়েকটি রাজনৈতিক দল।


শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে শহীদ মতিউরের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি, ওয়ার্কার্স পার্টিসহ কয়েকটি দলের নেতারা।


বিশেষ বাণীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আমাদের জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ দিন। ১৯৬৯ সালের এ দিনে ছাত্র-জনতার দৃঢ় ঐক্য দীর্ঘ আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিয়েছিল। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়েছিল পশ্চিমা শাসন-শোষণের বিরুদ্ধে রাজপথে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে।


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে ফখরুল দাবি করেন, দেশে আবারো ৬৯-এর মতো গণঅভ্যুত্থানের পরিস্থিতি বিরাজমান।


গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সকাল ৯টায় নবকুমার ইনস্টিটিউট শহীদ মতিউরের স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবে। এছাড়া, দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সকালে আলোচনা সভার আয়োজন করেছে নাগরিক ঐক্য। এই সভায় বিএনপির মহাসচিবসহ অনেকে অংশগ্রহণ করবেন। বিকেলে আলোচনা সভা করবে ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন, ছাত্র-যুব ও শ্রমিক অধিকার পরিষদ এবং রাষ্ট্রচিন্তা নামে চারটি সংগঠন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com