শিরোনাম
নৌকার অফিসে আগুন, বিদ্রোহী প্রার্থীসহ ৬০ জনের নামে মামলা
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২১, ১২:৪৬
নৌকার অফিসে আগুন, বিদ্রোহী প্রার্থীসহ ৬০ জনের নামে মামলা
জেলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইল পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুমান আরার পক্ষে প্রচারণাকালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেন ও তার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগে উঠেছে।


এ ঘটনায় প্রার্থী আঞ্জুমান আরার মেয়ে সঞ্চিতা আহম্মেদ বাদী হয়ে ৬০ জনের নামে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে।


এদিকে মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের দুটি নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।


নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা বলেন, গভীর রাতে পৌর এলাকার আদালতপুর ও ডুমুরতলা নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুনে দুটি অফিসের চেয়ার-টেবিল, ব্যানার ও পোস্টার পুড়ে গেছে।


এ ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেন বলেন, ‘আমার লোকদের মারধর করেছে এবং আমাদের নামে যে মামলা দেয়া হয়েছে সেটি মিথ্যা ও ভিত্তিহীন’।


নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, মামলা রেকর্ড করা হয়েছে এবং ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশী তৎপরতা জোরদার করা হয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com