
ভোটের মতো করোনাভাইরাসের ভ্যাকসিনও সরকার ‘দলীয়করণের’ চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, একতরফা ভোটের মতো করোনার ভ্যাকসিন নিয়েও সরকার ‘দলীয়করণের’ চেষ্টা করছে। সারা দেশে ভোট কেন্দ্র দখলের ন্যায় করোনা ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রিজভী বলেন, ভোট কেন্দ্রে যেমন ভোটাররা যেতে পারে না, শুধুমাত্র দলীয় নেতাকর্মীরা ভোট দেয়, তেমনই করোনা ভ্যকসিন কেন্দ্রে শুধুমাত্র দলীয় লোকেরা টিকা পাবে। সাধারণ মানুষ পাবে না। ভিন্ন মতের লোকজনদের টিকা কেন্দ্রে যেতেই দেবে না। ভোটের মতোত ভ্যাকসিনেও সম্পূর্ণ দলীয়করণ করা হচ্ছে। বিরোধী দলের নেতাকর্মীরা যাতে টিকা না পেতে পারে সেজন্যই এ ব্যবস্থা হচ্ছে।
তিনি বলেন, শুধুমাত্র সরকারি দলের নেতাদের তালিকা করে করোনা ভ্যাকসিন দেয়ার খবর শোনা যাচ্ছে। ভিন্ন মতের বা বিরোধী দলের লোকেরা করোনা ভ্যাকসিন পাবে কি-না, যথেষ্ট সন্দেহ রয়েছে। ভোট কেন্দ্রে যেমন বিরোধী দলের নেতাকর্মীরা যেতে পারে না, তেমনই করোনা ভ্যাকসিনও বিরোধী দলের নেতাকর্মীরা পাবে না।
ভারত থেকে আনা করোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও সংশয় প্রকাশ করে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ‘ভারতে করোনা ভ্যাকসিন নিয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। সেই ভ্যাকসিন বাংলাদেশে আনা হচ্ছে।’
এসময় আরো উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, ডা. এজেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।
বিবার্তা/জাহিদ/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected]l.com , [email protected]