
জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।
বিবৃতিতে তিনি জানান, করোনা আক্রান্ত হওয়ার পর নিজ বাসভবনেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন এবং বর্তমানে তিনি স্বাভাবিক ও ভালো আছেন।
তিনি আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্য উত্তরার বাসভবনে যান।
তাছাড়া আগামীকাল ১৫ জানুয়ারি, শুক্রবার বাদ আসর দেশের প্রতিটি জেলা উপজেলা ও ইউনিট সমূহে চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় দো'আ মাহফিল করার জন্যও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।
বিাবর্তা/বিপ্লব/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]