শিরোনাম
অযোগ্যতা ও ব্যর্থতার কারণে বিএনপি জনবিচ্ছিন্ন: হানিফ
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২১, ২২:৩৯
অযোগ্যতা ও ব্যর্থতার কারণে  বিএনপি জনবিচ্ছিন্ন: হানিফ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিজেদের অযোগ্যতা ও ব্যর্থতার কারণে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। শনিবার (৯ জানুয়ারি) রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান-প্রজন্ম ঐক্যজোট’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


বিএনপি নেতাদের উদ্দেশে হানিফ বলেন, আপনাদের সময় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। হাওয়া ভবন বানিয়ে আপনাদের নেতা তারেক রহমান কমিশন বাণিজ্য করেছেন। আপনারা দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। নিজেদের অযোগ্যতা ও ব্যর্থতার কারণে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি নেতারা সরকারের উন্নয়নের সমালোচনা করছেন।


তিনি আরো বলেন, আপনারা কথায় কথায় দুর্নীতির কথা বলেন। দুর্নীতি সারা পৃথিবীতেই কম বেশি আছে। আমাদের এখানেও যে নেই সেটা আমরা বলব না। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যার বিরুদ্ধে যখনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।’


তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গত ১২ বছরে বাংলাদেশ ঈর্ষণীয় উন্নয়ন করেছে। বিদ্যুৎ উৎপাদন বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, খাদ্য উৎপাদন বেড়েছে, শিক্ষার হার বেড়েছে, উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠেছে। সবক্ষেত্রেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।


আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতা ৫০ বছরের মাথায় দাঁড়িয়ে এখনও ইতিহাস বিকৃত করা হয়। জাতির জন্য এটা দুঃখজনক ও কলঙ্কজনক বিষয়। এতো উন্নয়ন বিএনপি-জামায়াত দেখে না। তারা উন্নয়ন বুঝে না, যড়যন্ত্র বুঝেন। বিএনপির শিক্ষিত নেতাগুলোও উন্নয়ন দেখেন না। আমি বলবো- ষড়যন্ত্র ছাড়ুন, মানুষের পাশে আসুন। সরকারের উন্নয়ন চিত্র দেখুন, তারপর কথা বলুন। মিথ্যাচার ছাড়ুন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com