
সম্প্রতি রাজধানীতে গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার হওয়া বিএনপি নেতা কর্মীদের দেখতে এবং সার্বিক খোঁজখবর নিতে কেন্দ্রীয় কারাগারে গেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বৃহস্পতিবার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে যান তিনি। তবে বন্দী নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে পারেননি তিনি। তাই কারাগারের প্রধান ফটকেই কিছুক্ষণ অবস্থান করে বন্দীদের বিষয়ে সার্বিক খোঁজখবর নেন তিনি। সেই সাথে বন্দীদের সাথে সদয় আচরণের জন্য কারা কর্তৃপক্ষকে অনুরোধও জানান ইশরাক হোসেন। এসময় প্রায় ৫০ (পঞ্চাশ) বন্দীকে আর্থিক সহায়তা প্রদান করে আসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তবে সাক্ষাতের বিষয়ে কারা কর্তৃপক্ষ বলছে, করোনা মহামারীর কারণে দেশের কারাগারগুলোতে বন্দীদের সাথে সাক্ষৎ বিনিময় বন্ধ রাখা হয়েছে।
বিবার্তা/বিপ্লব/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]